Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, May 13, 2016

শচীনের নতুন ঠিকানা | আজকাল

এবার গ্রেটার নয়ডাতেও শচীনের বাড়ি!‌ হ্যাঁ, মাস্টার ব্লাস্টারের নতুন ঠিকানা জেপি গ্রিন্সের ‘‌ক্রিসেন্ট কোর্ট’‌ আবাসন। ৪৫২ একর জমি জুড়ে তৈরি হয়েছে এই আবাসন। আভিজাত্যের ছোঁয়া এই আবাসনের সর্বত্র। ছয় বছর আগে জেপি সিমেন্ট, তাদের কোম্পানির ব্র‌্যান্ডঅ্যাম্বাসাডর করে শচীনকে।
সেই সময়ই কোম্পানির তরফ থেকে আশ্বাস দেওয়া হয়, জেপি ক্রিসেন্ট কোর্টের আবাসনে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হবে মাস্টার ব্লাস্টারকে। পরবর্তী সময় শচীন ওই ফ্ল্যাটটি স্ত্রী অঞ্জলির নামে রেজিস্ট্রি করে দেন। ২১ তলার এই ফ্ল্যাটটি ছয় রুমের। আধুনিক যা যা পরিষেবা দরকার, তার সব ব্যবস্থাই আছে। সম্পূর্ণ সুসজ্জিত ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটটির বাজার দর ১ কোটি ৬৮ লাখ টাকা!‌ সম্প্রতি অঞ্জলি গ্রেটার নয়ডার ইনডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটির অফিসে গিয়ে অনেক সময় কাটিয়েছেন। তিনি স্টাম্প ডিউটি বাবদ ৮.‌৪ লাখ টাকা জমা দিয়েছেন!‌ এই আবাসনেই ফ্ল্যাট নিয়েছেন আরও দু’‌জন ক্রিকেটার। কপিল দেব এবং রোহিত শর্মা। ‌‌

No comments:

Post a Comment