শিলং, ১৪ মে : প্রথম পর্বের সেমিফাইনালে ৫–০ গোলে জিতে ফাইনালের পথে এক পা বাড়িয়েই রেখেছে মোহনবাগান। তবু ঢিলেমি দিতে রাজি নন বাগান কোচ সঞ্জয় সেন। রক্ষণাত্মক মানসিকতা নয়, বরং প্রতি–আক্রমণে বাজিমাত করতে চান। সেই লক্ষ্যেই শিলং লাজংয়ের বিরুদ্ধে ফেডারেশন কাপের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে ৪ বিদেশিকেই মাঠে নামাচ্ছেন বাগান কোচ।
ঘরের মাঠে মরণ কামড় দেওয়ার জন্য লাজং যে মরিয়া হবে, সেটা বুঝে গেছে বাগান শিবির। তাই বাড়তি সতর্কতা। প্রতি আক্রমণে যাওয়ার কৌশল নিচ্ছে মোহনবাগান। বাগান কোচ সঞ্জয় সেন বলছিলেন, “জেতার জন্য ওরা মরিয়া হবে। সেই সুযোগটাই আমাদের নিতে হবে। একটা গোল করতে পারলেই ওরা আরও চাপে পড়ে যাবে।” বিপক্ষের পেন ওর্জিকে নিয়ে একটু বাড়তি সতর্কতা রয়েছে বাগান শিবিরে।
কর্নেল গ্লেনের কুঁচকির ব্যথা অনেকটাই কমেছে। যা স্বস্তি এনে দিয়েছে বাগান কোচকে। গ্লেন, নর্ডি সহ চার বিদেশিই খেলবেন। লাজংয়ের বিরুদ্ধেই ফাইনালের ড্রেস রিহার্সাল সেরে নিতে চাইছেন সঞ্জয় সেন। প্রথম পর্বে ৫ গোলে জয়ের ফলে অনেকটাই অ্যাডভান্টেজ রয়েছে। ফলে চাপহীন অবস্থায় খেলতে পারবেন সোনিরা।
No comments:
Post a Comment