লন্ডন, ১৩ মে: চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা ফুটবলারের সম্মান পেলেন লেস্টার সিটির তারকা স্ট্রাইকার জেমি ভার্ডি। এখনও পর্যন্ত ২৪টি গোল পেয়েছেন তিনি। সেরা ফুটবলারের দৌড়ে তিনি পিছনে ফেলেছেন রিয়াদ মাহরেজ, মেসুট ওজিল, কান্তে, হ্যারি কেন, ডিমিট্রি পায়েতদের।
পুরস্কার পাওয়ার পর ভার্ডি বলেন, ‘স্ট্যানলি ম্যাথিউজ, ববি চার্লটন, জর্জ বেস্ট, থিয়েরি অঁরি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে একাসনে বসতে পেরে গর্বিত মনে হচ্ছে। এই সাফল্যের পিছনে সহ-ফুটবলাব, কোচ এবং সাপোর্ট স্টাফদের সহযোগিতা রয়েছে। সমর্থকদের কথাও বিশেষভাবে উল্লেখ করতে হবে। গ্যালারিতে বসে ওদের চিৎকার আমায় অনুপ্রাণিত করেছে। লেস্টার সিটির প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে শুধু আমি নই, সকলেরই অবদান রয়েছে।’আগামী মরশুমে জেমি ভার্ডিকে পেতে আগ্রহী ইউরোপের নামী ক্লাবগুলি। তবে লেস্টার ছাড়ার কথা ভাবতেই পারছেন না তিনি। প্রসঙ্গক্রমে বলেছেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে ক্লাব। সেই সুযোগ কাজে লাগাতে চাই। আমরা সবাই লেস্টারে যথেষ্ট ভালো আছি।’
No comments:
Post a Comment