আসন্ন এ আই এফ এফ ইউথ কাপ দেখেই বোঝা যাবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতীয় দলের উন্নতির গ্রাফটা। এমনই মনে করেন এ আই এফ এফ সচিব কুশল দাস। এ আই এফ এফ ইউথ কাপ রবিবার শুরু হবে গোয়ায়।
প্রতিযোগিতায় আয়োজক ভারত ছাড়াও আমেরিকা, কোরিয়া প্রজাতন্ত্র, তানজানিয়া, মালয়েশিয়ার অনূর্ধ্ব ১৬ দল অংশ নেবে। ২০১৭ সালের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। তার আগে ইউথ কাপকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই দেখছে গোয়া। ইউথ কাপ ভারতের হেড কোচ নিকোলাই অ্যাডামের কাছেও বড় পরীক্ষা।অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের লক্ষ্যে তৈরি হওয়া ভারতীয় দলকে এক্সপোজার ট্যুরে ইউরোপ ও ব্রাজিলে পাঠাবে এ আই এফ এফ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। ইতিমধ্যেই ভারতীয় দল জার্মানি, স্পেন, ইউ এ ই, দক্ষিণ আফ্রিকার সফর করে এসেছে।
No comments:
Post a Comment