Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 11, 2016

এএফসি কাপ: সাউথ চায়নার কাছে ৩ গোল হজম বাগানের | আনন্দবাজার

মোহনবাগান ০
সাউথ চায়না ৩ (ল হিউ চাং, রায়ান গ্রিফিথ, মাহামা আওয়াল)
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হার মোহনবাগানের। জয়ের জন্য নেমেছিল বলে মনেও হল না। কারণ প্রথম দলের ফুটবলারদের বাদ দিয়েই দল নামিয়েছিলেন সঞ্জয় সেন। যার ফল ৩ গোল হজম করতে হল মোহনবাগানকে। গোলের মুখ খুলতে পারলেন না জেজে-সুভাষরা। প্রথমার্ধেই তিন গোল খেয়ে গিয়েছিল মোহনবাগান। ভাবা হয়েছিল দ্বিতীয়ার্ধে গোল ফিরবে দল। কিন্তু তেমনটা হল না। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারল না। 

• মোহনবাগান ০-৩ সাউথ চায়না।
• খেলা শেষ।
• ৯০+১ মিনিট, সুভাষ থেকে কেনের শট অল্পের জন্য বাইরে। 
• ৯০ মিনিট, ২ মিনিট অতিরিক্ত সময়।
• ৮৯ মিনিট, কেন লুইসের গোল মুখি হাফ ভলি বাইরে। 
• ৮৬ মিনিট, সাউথ চায়নার কর্নার থেকে মোহনবাগানের কাউন্টার ্অ্যাটাক।
• এএফসি কাপে অভিষেক হল তীর্থঙ্করের।
• ৮২ মিনিট, অভিষেক দাসের জায়গায় এলেন তীর্থঙ্কর সরকার।
• ৭৩ মিনিট, সৌভিকের শট চলে গেল বারের উপর দিয়ে। 
• ৭১ মিনিট, রাজুর সেই চেনা থ্রো। যদিও সরাসরি গোলকিপারের হাতে।
• ৬৯ মিনিট, জেজের জায়গায় মাঠে এলেন সৌভিক চক্রবর্তী।
• ৬৪ মিনিট, লুসিয়ানোকে কাটিয়ে বাগান গোলে শট নিয়ে ফেলেছিলেন লুইজ। কিন্তু সময় মতো এসে মান বাঁচালেন অর্ণব।
• প্রথমার্ধে সাউথ চায়নার ৩ গোলের পর দ্বিতীয়ার্ধে এখনও কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।
• ৫৬ মিনিট, মাঝমাঠের লড়াই চলছে।
• ৫৪ মিনিট, বাগানের ফ্রিকিক।
• ৫১ মিনিট, কেন থেকে সুভাষ হয়ে লালকমলের শট বাঁচিয়ে দিলেন সাং।
• ৪৯ মিনিট, কেন লুইসের গোলমুখি শট বাইরে।
• ৪৮ মিনিট, রাজু গায়কোয়াড়ের থ্রো থেকে জেজে শট সরাসরি গোলকিপারের হাতে।
• যদিও সঞ্জয়ের এই মুহূর্তে লক্ষ্য শুধু ফেডারেশন কাপ।
• পুরো টুর্নামেন্টে ভাল খেলে দ্বিতীয় দল নামিয়ে হয়তো সম্মান নষ্ট করলেন সঞ্জয় সেন।
• ৪৬ মিনিট, এখনও তেমনভাবে গোলের সুযোগই তৈরি করতে পারেনি মোহনবাগান।
• কাটসুমির জায়গায় দলে এলেন লুসিয়ানো সাব্রোসা।
 দ্বিতীয়ার্ধের খেলা শুরু।
• মোহনবাগান ০ - ৩ সাউথ চায়না।
• প্রথমার্ধের খেলা  শেষ।
• ৪৫+১ মিনিট, লুইজ কার্লোসের শট ক্রসবারে লেগে বেরিয়ে গেল।
• ৪৪ মিনিট, জেজে গোলের মুখ খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
• ৪২ মিনিট, জেজে-সুভাষের জুটি প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ।
• ৪০ মিনিট, বল পজেশনে এগিয়ে সাউথ চায়না। 
• ৩৭ মিনিট, পর পর কর্নার মোহনবাগানের। একটিও কাজে লাগল না।
• মহামা আওয়ালের গোলে ৩-০ তে এগিয়ে গেল সাউথ চায়না।
• ৩৩ মিনিট, আবার গোল...
• ২৯ মিনিট, মোহনবাগান দ্বিতীয় দল নামিয়ে শুরুতেই গোল হজম করে নিল।
• রায়ান গ্রিফিথসের গোলে আবার এগিয়ে গেল সাউথ চায়না।
• ২৪ মিনিট, গোওওওওল....
• ল হিউ চাংয়ের গোলে এগিয়ে গেল সাউথ চায়না।
• ১৯ মিনিট, গোওওওল....
• ১৭ মিনিট, কেন লুইসের ফ্রিকিক।
• ১৬ মিনিট, কাটসুমি আর লুই কার্লোসের মধ্যে সমানে সমানে লড়াই চলছে‌।
• ১৪ মিনিট, লালকমলের পাস থেকে সুভাষের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট।
• ১২ মিনিট, লুইজ কার্লোসের আবার সুযোগ। চলে গেল বারের উপর দিয়ে। 
• ১০ মিনিট, কাটসুমির প্লে অ্যাকটিং।
• ৯ মিনিট, সাউথ চায়নার গোলের সুযোগ নষ্ট। 
• ৫ মিনিট, ২১ গজ দূর থেকে ল-র সেট পিস সরাসরি অর্ণবের হাতে।
• খেলা শুরু।

No comments:

Post a Comment