Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 11, 2016

নিয়মরক্ষার ম্যাচে সম্মান রক্ষা করতে ব্যর্থ বাগান | সংবাদ প্রতিদিন

মোহনবাগান - ০   সাউথ চায়না - ৩ (আওয়াল, গ্রিফিথ, হন)
 
বুধবার এএফসি কাপের ম্যাচটা নেহাতই নিয়মরক্ষার হলেও ঘরের মাঠে সম্মানরক্ষারও ছিল৷ তবে দ্বিতীয় দল নামিয়ে সম্মান রক্ষা করতে পারলেন না সঞ্জয় সেন৷ ফল, সাউথ চায়নার কাছে তিন-তিনটে গোল হজম করতে হল বাগানকে৷ বিপক্ষের জালে একবারও বল ঢোকাতে পারলেন না বাগান ফুটবলাররা 
সোনি-গ্লেন সহ সাতজন ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়েছিল৷ ফেডারেশন কাপের ম্যাচেই জন্যই তাঁদের এ ম্যাচে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ প্রথম দলের ফুলবলার বলতে এদিন খেললেন লেনি, কাটসুমি ও জেজে৷ এদিনের খেলা থেকে এটুকু স্পষ্ট যে সবুজ-মেরুন রিজার্ভ বেঞ্চ একেবারেই তৈরি নয়৷ প্রথমার্ধেই তিনটে গোল হজম করে বাগান৷ দ্বিতীয়ার্ধে যদিও রক্ষণ সামলে নিয়েছিলেন রাজু, সৌভিকরা৷ 
ইতিমধ্যেই গ্রুপ শীর্ষে থেকে এএফসি কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান৷ তবে এদিনের হারে ‘অপরাজিত' তকমাটা খোয়াতে হল তাদের৷ অ্যাওয়ে ম্যাচে এই সাউথ চায়নাকেই ৪-০ গোলে হারিয়েছিল গঙ্গাপারের ক্লাব৷ মধুর প্রতিশোধ নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেল চিনের ক্লাবটি৷ 

No comments:

Post a Comment