ম্যাচের আগে বাস ভাঙচুর, এর পর জঘন্য হার এবং তার জেরে চ্যাম্পিয়ন্স লিগ যোগ্যতা অর্জনে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে যাওয়া— লুই ভ্যান গালের কোচিংয়ের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোনওকিছুই যেন ভাল যাচ্ছে না। প্রতিটা ম্যাচে নতুন করে পরীক্ষার সামনে পড়ছে রুনিদের দল। আর তাতেই ক্ষোভ বাড়ছে সমর্থকদের।
ঐতিহ্যবাহী বোলিন গ্রাউন্ডে এদিনই ছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের শেষ ‘হোম’ ম্যাচ। তবে তাদের ২৩৯৮তম ম্যাচের আগে যে পরিস্থিতি সৃষ্টি হল, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। মাঠে ঢোকার আগেই রাস্তায় বাস লক্ষ্য করে একের পর এক ইট–পাটকেল, বোতল এবং জলের ক্যান উড়ে আসতে থাকে। ভেতরে বসে থাকা রুনি, মার্শাল বা ফেলাইনিরা তখন নিজেদের বাঁচাতে ব্যস্ত। কোনওমতে তা স্টেডিয়ামে পৌঁছলে দেখা যায়, একাধিক কাচ ভেঙে গিয়েছে। যার জেরে প্রায় ৪৫ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়। ম্যাচের আগেই এই ভয়ঙ্কর ঘটনার জেরেই হয়ত মাঠে ফুল ফোটাতে পারল না ‘রেড ডেভিলসরা’। ১০ মিনিটে ডিয়াফ্রা সাখো ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেওয়ার পর ৫১ এবং ৭২ মিনিটে পরপর দুটি গোল করে ম্যান ইউ–কে এগিয়ে দেন অ্যান্টনি মার্শাল। কিন্তু ৭৬ এবং ৮১ মিনিটে অ্যান্টনিও এবং রেডের গোলে পিছিয়ে যায় তারা, যা পরে আর শোধ করা যায়নি। হারের ফলে আগামী চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউয়ের খেলা নিয়ে ঘোর সন্দেহ দেখা দিল। পরের ম্যাচে তাদের বোর্নমাউথকে হারাতে তো হবেই, পাশাপাশি তাদের ঘরোয়া শত্রু ম্যান সিটিকে সোয়ানসির কাছে হারতে হবে। যা কার্যত অবাস্তব। ভ্যান গাল অবশ্য মানেননি বাস ভাঙচুরই খেলোয়াড়দের মনোবল ভেঙে দিয়েছিল। তঁার কথায়, ‘এটাই প্রথম নয়, এর আগেও অনেকবার এরকম দেখেছি। তবে কিছু ফুটবলারের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। কোনও অজুহাত দিতে চাইছি না।’ বাস ভাঙচুরের ঘটনায় অভিযোগ উঠেছে ওয়েস্ট হ্যাম সমর্থকদের দিকেই। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হতাশ ম্যান ইউ অধিনায়ক রুনি বলেছেন, ‘এটা ভাল হল না। ওদের কাছে আজকের রাত স্মরণীয় করার কথা ছিল। কিন্তু ওদের আচরণে আমি হতাশ।’ ম্যাচের পর অন্য একটি বাসে ফেরে ম্যান ইউ। তবে সমর্থকদের এহেন আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন ওয়েস্ট হ্যামের কো–চেয়ারম্যান ডেভিড সুল্লিভান। এদিকে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকা বেশ কিছু সমর্থককে আজীবনের জন্য নির্বাসিত করেছে ওয়েস্ট হ্যাম।
No comments:
Post a Comment