লা লিগা এই মুহূর্তে রোমাঞ্চকর মোড়ে। বার্সিলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়েল মাদ্রিদ। কিন্তু তিনি আছেন খোশমেজাজে। লিগ নিয়ে কোনও টেনশন নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বেরিয়েছিলেন লন্ডনে ঘুরতে। একাই। গিয়েছিলেন মেরিলিবোন’স চিলটার্ন ফায়ারহাউসে। সেখান থেকে বেরনোর সময়ই তাঁর ছবি লেন্সবন্দী করা হয়। চকোলেট আর ঘিয়ের রঙের মাঝামাঝি একটি রঙের স্যুট, কালো শার্ট আর একই রঙের প্যান্ট পরেছিলেন সি আর সেভেন। পায়ে ছিল বাদামি রঙের জুতো। রেস্তোঁরা থেকে বেরনোর সময় বৃষ্টি পড়ছিল। রোনাল্ডোর মাথায় ছাতা ধরে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন তাঁরই দেহরক্ষী।
No comments:
Post a Comment