চলে গেলেন কিংবদন্তি ধারাভাষ্যকার টনি কোজিয়ার। কখনো ক্রিকেট খেলেন নি। কিন্তু ক্রিকেট নিয়ে তাঁর বিশ্লেষণ সবাইকে মুগ্ধ করতো, ক্রিকেট মহলে তাঁর পরিচিতি ছিল ভয়েস অফ ওয়েস্টইন্ডিজ, ৭৫ বছর বয়েসে মারা গেলেন টনি কোজিয়ার
ক্রিকেট লেখক হিসেবে সারা দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা ছিল, শেষবার কলম ধরেছেন পয়লা মে ক্রিক ইনফোর জন্যে, ওয়েস্টইন্ডিজ ক্রিকেট নিয়ে তাঁর অসংখ্য বই রয়েছে, টনি কোজিয়ারের চলে যাওয়া ক্রিকেতের অপূরণীয় ক্ষতি।
No comments:
Post a Comment