Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 11, 2016

প্রচণ্ড চাপে ধোনি | আজকাল

আজকালের প্রতিবেদন: এম এস ডি–র এবারের আই পি এল অভিযান শেষ। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে গিয়ে রাইজিং সুপারজায়েন্টস পুনের আই পি এলে প্লে–অফে যাবার সব সম্ভাবনাই শেষ। আই পি এলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নয়া ফ্র্যাঞ্চাইজি নিয়ে স্বপ্ন দেখা শেষ। ভয়ঙ্কর চাপে রয়েছেন তিনি।

বুধবার সকালের মধ্যেই শহরে দলবল নিয়ে পৌঁছে গেছেন ধোনি। শনিবার নাইট রাইডার্সের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ। পুনের ফ্র্যাঞ্চাইজি কর্তারা চাইছেন, অন্তত তাদের নিজেদের শহর কলকাতায় ধোনিরা হারান গৌতম গম্ভীরের নাইট রাইডার্সকে। ধোনির ওপর একটা চাপ তৈরি হয়েছে। সি ই এস সি–র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা চান কলকাতায় তাঁর দল জিতুক। জানা গেছে, এ ব্যাপারে তিনি নিজে কথা বলবেন দলনেতার সঙ্গে। 
শহরে পা দিয়ে ধোনিরা নিজেদের হোটেলবন্দী করে রেখেছেন। জানা গেছে, বৃহস্পতিবার কোনও অনুশীলন হবে না। ধোনিরা ব্যাট–বল নিয়ে মাঠে নামবেন শুক্রবার। তার আগে কোনও অনুশীলন নেই রাইজিং সুপারজায়েন্টস পুনের। বৃহস্পতিবার শহরে কয়েকজন ক্রিকেটার ফটোশুটে অংশ নেবেন। তবে, দলের এত খারাপ পারফরমেন্সের ময়নাতদন্ত করতে বসে গেছেন পুনের কর্তারা। রাইজিং সুপারজায়েন্টসের অন্যতম কর্তা সুব্রত তালুকদার হতাশ সুরে বলছিলেন, ‘আমরা বেশিরভাগ ক্লোজ ম্যাচ হেরেছি। আসলে ব্যাটসম্যানরা খেলতেই পারল না। চারজন বিদেশি ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গেল। সব মিলিয়ে আমাদের প্রথম মরশুম ভাল হল না। আশা করছি সামনের বছর ভাল পারফরমেন্স হবে।’ জানা গেছে, ময়নাতদন্তে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথের চোট পেয়ে দেশে ফিরে যাওয়াই প্রধান কারণ বলে মনে করছে রাইজিং সুপারজায়েন্টস পুনের টিম ম্যানেজমেন্ট।
সবমিলিয়ে গোটা শিবির জুড়ে একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে। বিশেষত ধোনিকে নিয়ে গোটা দেশ জুড়ে যেভাবে সমালোচনা শুরু হয়েছে তা তিনি জানেন। কিন্তু তিনি ধোনি। মুখে কোনও কথা বলতে চান না। জানা গেল, শিবিরের মধ্যে এককালে দুরন্ত সম্পর্ক থাকা রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বিশাল দূরত্ব তৈরি হয়েছে নেতা ধোনির। যার সূত্রপাত টি২০ বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকেই। সব কিছু নিয়েই বেশ চাপে রয়েছেন ধোনি। ইডেনে যদি তিনি সব সমালোচনার জবাব ব্যাট অথবা নেতৃত্ব দিয়ে দিতে পারেন এখন তার অপেক্ষায় ধোনি শিবির।‌‌

No comments:

Post a Comment