Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 20, 2016

জন্মদিনের সকাল জিমেই কাটালেন শারাপোভা!‌

চুপি, চুপি পেরিয়ে গেল তাঁর জন্মদিনটা। মঙ্গলবার ২৯-‌এ পা দিলেন তিনি। জন্মদিনে তাঁকে নিয়ে অনেকবেশি হইচই হয় অন্য সময়। কিন্তু এবার যেন আবহটাই অন্য। হইচই নেই সে অর্থে। কিন্তু তা বলে জন্মদিনটা একেবারে সাদা-‌মাঠা কেটেছে, এমনটা বলা যাবে না। গত উইকএন্ডে গিয়েছিলেন কোঅ্যাচিলা মিউজিক ফেস্টিভলে। 


দু’‌টো দিন কেটেছিল দারুণ ফূর্তিতে। কিন্তু শুধু ফূর্তি করলে তো চলবে না?‌ ফিট থাকাটাও জরুরি। জন্মদিনের সকালে তাই বেশ কিছুক্ষণ জিমে ঘাম ঝরান মারিয়া শারাপোভা। এমনিতে তিনি এই মুহূর্তে নির্বাসিত। কিন্তু টেনিস খেলা ছাড়েননি। লস এঞ্জেলসের জিমে তাঁর ঘাম ঝরানোর উদ্দেশ্য একটাই, শরীরে যাতে এতটুকু মেদ না জমে। জিম সেরে গাড়িতে ওঠার আগে, শারাপোভাকে দেখে বেশ ঝরঝরেই মনে হয়েছে। অ্যাঙ্কেল লেংথ কালো ট্রাউজার আর ধূসর রঙের টপ, সঙ্গে চোখে কালো রোদ চশমায়—বার্থ ডে গার্ল ছিল দিব্যি ঝকঝকে।
জন্মদিনের সকালে জিমে যাওয়ার আগে, তাঁকে যাঁরা যাঁরা উপহার, কার্ড পাঠিয়েছিলেন, সেই সব কিছু সাজিয়ে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শারাপোভা। বয়স যতই বাড়ুক, সময় যতই না থেমে থাক, জন্মদিনে উপহার পেতে
 সবারই ভাল লাগে। শারাপোভার পোস্ট করা এই ছবিটাও সে কথাই বুঝিয়ে দিল। 
Source - Aajkal

No comments:

Post a Comment