শ্রী রাহুল জহুরিকে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সর্ব প্রথমবারের জন্যে নিযুক্ত করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আজ বুধবার, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয়, শ্রী জহুরি আগামী পয়লা জুন থেকে ওনার দায়িত্বভার বুঝে নিতে চলেছেন।
বোর্ড সভাপতি শ্রী শশাঙ্ক মনোহর বলেন " ওনার মতো অভিজ্ঞ্যতা এবং জ্ঞানী মানুষের সান্নিদ্ধে বিসিসিআই আরও উন্নতির আর অগ্রগতির পথে এগিয়ে যাবে এই বিশ্বাসই করি। প্রসঙ্গত উল্লেক্ষযোগ্য প্রায় পনের বছরের অধিক সময় জুরে শ্রী জহুরি ডিসকভারি নেটওয়ার্ক, এশিয়া প্যাসিফিক এর কার্যকরী ভাইস প্রেসিডেন্ট রুপে সফল ভাবে কর্মভার সম্পন্ন করে বোর্ডএর ভার গ্রহণ করতে চলেছেন।
বোর্ড সভাপতি শ্রী শশাঙ্ক মনোহর বলেন " ওনার মতো অভিজ্ঞ্যতা এবং জ্ঞানী মানুষের সান্নিদ্ধে বিসিসিআই আরও উন্নতির আর অগ্রগতির পথে এগিয়ে যাবে এই বিশ্বাসই করি। প্রসঙ্গত উল্লেক্ষযোগ্য প্রায় পনের বছরের অধিক সময় জুরে শ্রী জহুরি ডিসকভারি নেটওয়ার্ক, এশিয়া প্যাসিফিক এর কার্যকরী ভাইস প্রেসিডেন্ট রুপে সফল ভাবে কর্মভার সম্পন্ন করে বোর্ডএর ভার গ্রহণ করতে চলেছেন।
No comments:
Post a Comment