Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 21, 2016

বইতেও বিতর্ক ছাড়ল না ব্লাটারকে

প্রশাসনিক জীবনের গোটাটা জুড়েই বিতর্ক ছিল তঁার সঙ্গী। আত্মজীবনী প্রকাশের দিনেও তার ব্যতিক্রম হল না। ‘‌শেপ ব্লাটার:‌ মিশন অ্যান্ড প্যাশন ফুটবল’‌ নামে ব্লাটারের আত্মজীবনী প্রকাশিত হয় বৃহস্পতিবার। সেখানেই এই সুইস সামনে এনেছেন এক তথ্য। 

গত বছর এপ্রিলে ছিল আফ্রিকার ছোট দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট নির্বাচন। আগের দুই মেয়াদ ক্ষমতায় থাকার পর বুরুন্ডির রাষ্ট্রপতি পিয়েরে কুরুনজিজা ফের আরেকবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইছিলেন। যা দেশের সংবিধান অনুযায়ী অবৈধ। তিনি যাতে ক্ষমতায় আসতে না পারেন তার জন্য সুইৎজারল্যান্ডের রাষ্ট্র সচিব ইভেস রসিয়ার কাজে লাগান ব্লাটারকে। প্রাক্তন ফিফা সভাপতির কথায়, ‘‌ফুটবলের ভক্ত হওয়ায় আমি কুরুনজিজাকে বলেছিলাম, ও যদি প্রেসিডেন্ট পদে না লড়ে তবে আমি ওকে আফ্রিকা–‌সহ গোটা বিশ্বে ফুটবলের দূত করে দিতে রাজি। কিন্তু ও আমার কথা শোনেনি।’‌ জুলাই মাসে নির্বাচনে ফের প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসেন কুরুনজিজা। কিন্তু খামোকা ব্লাটার একটা ছোট দেশের প্রেসিডেন্টকে উৎখাত করতে গেলেন কেন?‌ ব্লাটার লিখেছেন, ‘‌দেশটায় এমনিতেই খুব খারাপ অবস্থা। অপরাধের মাত্রা লাগামছাড়া। শান্তি বজায় রাখতেই এই প্রস্তাব দিয়েছিলাম।’‌ তবে তিনি যা–ই বলুন, ফুটবলের শীর্ষ সংস্থায় তঁার পদের অপব্যবহারের প্রসঙ্গ ফের আরেকবার উঠে এল।‌‌
Source - Aajkal

No comments:

Post a Comment