বহুচর্চ্চিত এই প্রবাদটা অনেকের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বটে, তবে কারোর কারোর সম্পর্কে বলা হলে একটু বেশিই লাগসই হয়ে ওঠে। সমিত দ্রাবিড়ের ক্ষেত্রে তাই হচ্ছে। কারন, ওঁর বাবার নাম যে রাহুল শরদ দ্রাবিড়! ‘দ্য ওয়াল’ পুত্র হঠাৎই আলোচনার শিরোনামে। বেঙ্গালুরুর লয়োলা গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে ঝকঝকে শতরান করে দলকে জিতিয়েছেন শুধু এটুকু বললেই থেমে গেলে চলবে না। নিখুঁত, কৌশলী ব্যাটিংয়ে সমিত নিশ্চিতভাবেই রেখেছেন প্রতিশ্রুতির ছাপ। ফ্রাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের বিপক্ষে সমিতের দুরন্ত ১২৫ রানের ইনিংসে ভর করে বাঙ্গালোর ইউনাইটেড ক্রিকেট ক্লাব ম্যাচটা ২৪৬ রানে জিতেছে। দ্রাবিড় জুনিয়রের ক্রিকেটীয় মঞ্চে ঝলমলে হয়ে ওঠা অবশ্য এই প্রথম নয়। গতবছরের সেপ্টেম্বরে বেঙ্গালুরুর গোপালন ক্রিকেট চ্যালেঞ্জ ট্রফিতে সেরা ব্যাটসম্যানের পুরস্কার পান। ওহ, বলাই হয়নি এক ডজন বাউন্ডারিতে সাজানো সমিতের এই দাপুটে সেঞ্চুরি এলো কোন মঞ্চে? টাইগার কাপ! কে বলতে পারে, এমন এক মঞ্চ থেকে উঠে আসা এদিনের নায়কের ব্যাটের গর্জন ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়ে দেবে না?
Source - Aajkal

No comments:
Post a Comment