রাজকোট, ২০ এপ্রিল: আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছে গুজরাত লায়ন্স। সুরেশ রায়নার নেতৃত্বে আইপিএল নাইনে পর পর তিনটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে গুজরাত। বৃহস্পতিবার রাজকোটে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাত লায়ন্স। জয়ের ধারা ধরে রাখাই আপাতত লক্ষ্য সুরেশ রায়নাদের।
ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা তো পাবে গুজরাত লায়ন্স। তার উপর তিনটি ম্যাচ জেতার সুবাদে ক্রিকেটারদের মনোবল তুঙ্গে। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়েছিল গুজরাত। ওই ম্যাচে বিয়ের জন্য খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। তবে সানরাইজার্সের বিরুদ্ধে তিনি দলে ফিরছেন। দু’টি অ্যাওয়ে ম্যাচও জিতেছে গুজরাত লায়ন্স। তারা হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সকে। শুধু তাই নয় রায়নারা হারিয়েছেন মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনেকে। আসলে গুজরাত দলের ব্যাটিং খুবই জমাট। অ্যারন ফিনচ, ব্রেন্ডন ম্যাকালাম ওপেনিং জুটিতে ঝড় তুলছেন। ফিনচ তিনটি অর্ধশতরান করে দারুণ ফর্মে আছেন। অধিনায়ক সুরেশ রায়না, দীনেশ কার্তিক, ডোয়েন ব্র্যাভোর মতো ম্যাচ উইনার গুজরাতের বড় সম্পদ। সেই সঙ্গে রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স গুজরাতকে আরও শক্তিশালী করেছে। বোলিংয়ে ব্রাভো, জেমস ফকনার, প্রবীণ কুমার নজর কাড়ছেন। স্পিনে রবীন্দ্র জাদেজার সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন প্রবীণ তাম্বে, সদাব জাকাতি। বিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ কিছুটা চাপে। তারা ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততে ব্যর্থ হয়েছিল। তবে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফর্মে আছেন। তিনি দাঁড়িয়ে গেলে গুজরাতের বোলারদের কপালে দুঃখ রয়েছে। শিখর ধাওয়ান ফর্মে নেই। সেটাই বেশি ভাবাচ্ছে হায়দরাবাদকে। তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে সানরাইজার্স। চোটের কারণে যুবরাজ সিং ও কেন উইলিয়ামসন না থাকায় কিছুটা চাপে রয়েছে ওয়ার্নার বাহিনী। এই ম্যাচেও তাঁদের ফেরার কোনও বার্তা নেই। তাই মোজেস হেনরিক, দীপক হুদা, ইয়ন মরগ্যানের উপর ভরসা করতেই হবে। অভিজ্ঞ পেসার আশিস নেহরা চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলতে পারবেন না। তাই হায়দরাবাদের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। ভালো বল করছেন মুস্তাফিজুর রহমান।
Source - Bartaman
ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা তো পাবে গুজরাত লায়ন্স। তার উপর তিনটি ম্যাচ জেতার সুবাদে ক্রিকেটারদের মনোবল তুঙ্গে। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়েছিল গুজরাত। ওই ম্যাচে বিয়ের জন্য খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। তবে সানরাইজার্সের বিরুদ্ধে তিনি দলে ফিরছেন। দু’টি অ্যাওয়ে ম্যাচও জিতেছে গুজরাত লায়ন্স। তারা হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সকে। শুধু তাই নয় রায়নারা হারিয়েছেন মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনেকে। আসলে গুজরাত দলের ব্যাটিং খুবই জমাট। অ্যারন ফিনচ, ব্রেন্ডন ম্যাকালাম ওপেনিং জুটিতে ঝড় তুলছেন। ফিনচ তিনটি অর্ধশতরান করে দারুণ ফর্মে আছেন। অধিনায়ক সুরেশ রায়না, দীনেশ কার্তিক, ডোয়েন ব্র্যাভোর মতো ম্যাচ উইনার গুজরাতের বড় সম্পদ। সেই সঙ্গে রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স গুজরাতকে আরও শক্তিশালী করেছে। বোলিংয়ে ব্রাভো, জেমস ফকনার, প্রবীণ কুমার নজর কাড়ছেন। স্পিনে রবীন্দ্র জাদেজার সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন প্রবীণ তাম্বে, সদাব জাকাতি। বিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ কিছুটা চাপে। তারা ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততে ব্যর্থ হয়েছিল। তবে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফর্মে আছেন। তিনি দাঁড়িয়ে গেলে গুজরাতের বোলারদের কপালে দুঃখ রয়েছে। শিখর ধাওয়ান ফর্মে নেই। সেটাই বেশি ভাবাচ্ছে হায়দরাবাদকে। তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে সানরাইজার্স। চোটের কারণে যুবরাজ সিং ও কেন উইলিয়ামসন না থাকায় কিছুটা চাপে রয়েছে ওয়ার্নার বাহিনী। এই ম্যাচেও তাঁদের ফেরার কোনও বার্তা নেই। তাই মোজেস হেনরিক, দীপক হুদা, ইয়ন মরগ্যানের উপর ভরসা করতেই হবে। অভিজ্ঞ পেসার আশিস নেহরা চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলতে পারবেন না। তাই হায়দরাবাদের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। ভালো বল করছেন মুস্তাফিজুর রহমান।
Source - Bartaman
No comments:
Post a Comment