আই লিগে ভালই ঝটকা দিয়েছে। শনিবার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ফেড কাপ ফাইনালে কি পারবে আইজল? প্রতিপক্ষ, তখনের থেকে এখন বদলে যাওয়া বাগান। সবুজ–মেরুনের অস্ত্রভাণ্ডারের অন্যতম সেরা অস্ত্র— যেমন সনি, জেজে–সহ প্রথম দলের ৫ ফুটবলার সেই ম্যাচে ছিলেন না। এখন আছেন।
পাহাড়ি দলটার ফুটবলারদের মধ্যে ম্যাচ জেতার সেই আত্মবিশ্বাসটা যা–ই থাকুক না কেন, সাংবাদিক সম্মেলনে তঁাদের কোচের করা মন্তব্যে আলফ্রেডরা কিন্তু তেতে যেতে বাধ্য। জহরের হুঙ্কার, ‘মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন নয়। আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে আমরা দু’বার হারাতে পারলে মোহনবাগানকে নয় কেন?’ আই লিগ থেকে অবনমন হলেও ফেড কাপে ফুল ফুটিয়েছে জহর–ব্রিগেড। সেই দুরন্ত ফর্মে ফাইনালেও বাজিমাত করতে চাইছেন আইজল কোচ। তবে, ফাইনালের আগে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের মাঠ নিয়ে জহর কিছুটা হলেও অসন্তুষ্ট। বলেন, ‘মাঠ একেবারেই ভাল নয়। সকালে প্র্যাকটিসের সময়ই মাঠ দেখেছি।’ গুয়াহাটিতে ম্যাচ হওয়ায় ‘অ্যাডভান্টেজ’ কার বেশি? কলকাতা থেকে গুয়াহাটির দূরত্ব অনেকটা বেশি, যতটা না আইজলের থেকে গুয়াহাটির দূরত্ব। যে কারণে শনিবার গ্যালারিতে আইজলের সমর্থক সংখ্যায় বেশি থাকতেই পারে। ফলে নিজের দলের পক্ষেই হোম অ্যাডভান্টেজ তুলনায় বেশি থাকবে, তা স্বীকার করে নিয়ে আইজলের বাগান সদস্য কোচ বলছেন, ‘আমাদের সাপোর্টার বেশি থাকবে। মানছি। যা ফ্যাক্টর হতে পারে।’ দলের অধিনায়ক ডেভিডের কার্ড থাকায় খেলতে পারবেন না। তবে ইমানুয়েল ও জোয়েল সানডের সঙ্গে মহমেডানে খেলে যাওয়া আলফ্রেড— এই তিন বিদেশি বাগান–বধের নীল নকশা সাজাতে জহরকে ভরসা দিচ্ছে। সেই সঙ্গে পাহাড়ি ছেলেদের পুরো নব্বই মিনিট ধরে দৌড়নোর ক্ষমতা তো রয়েছেই।
No comments:
Post a Comment