Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, April 18, 2016

নতুন সর্বভারতীয় বক্সিং সংস্থা গঠিত হল

রিও ওলিম্পিকসে যোগ্যতা অর্জনকারী বক্সাররা যাতে গেমসে যোগ দিতে পারেন সেই জন্য নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নতুন ভাবে গঠিত হল ভারতীয় বক্সিং ফেডারেশন। নিয়ম অনুযায়ী ১১ হাজার টাকা জমা দিয়ে এই নতুন সংস্থার নাম নথিভুক্ত করেছে ৩৬টি ইউনিট। মোট ৩৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বক্সিং ফেডারেশনের এই সভায়। আন্দামান-নিকোবর ও গুজরাতের প্রতিনিধিরা অনিবার্য কারণে আসতে না পারলেও ই-মেল মারফত নতুন সংস্থায় যোগ দেওয়ার সম্মতি জানিয়েছে।



আগামী ৮ মে হবে নতুন কমিটির পদাধিকারী নির্বাচন। আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন জানিয়েছে, আগামী ১৪ মে’র মধ্যে ভারতীয় বক্সিং ফেডারেশনের নতুন সভাপতি-সহ পূর্ণ কমিটি নিয়োগ করতে হবে। সচিব হিসাবে মহারাষ্ট্রর জয় কাওলির মনোনয়ন পাকা। সভাপতি হিসাবে চমকপ্রদভাবে উঠে আসছে অজিত ব্যানার্জির নাম। উল্লেখ্য বিওএ সভাপতি এবং আই ওএ কর্মসমিতির সদস্য অজিতবাবুর উদ্যোগেই কাছাকাছি এসেছেন দেশের বক্সিংয়ের বিবাদমান কর্তারা। কলকাতার সভায় তিনি পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন। অভয় চৌতালা গোষ্ঠী মেনে নিলে অজিত ব্যানার্জির সর্বভারতীয় বক্সিং সংস্থার সভাপতিও হয়ে যেতে পারেন।

No comments:

Post a Comment