Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, April 18, 2016

মরিনহোর দাবি, ম্যান ইউ’র দায়িত্ব নিচ্ছেন

লন্ডন, ১৭ এপ্রিল: চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন হোসে মরিনহো। আগামী মরশুমে প্যারি সাঁ জাঁ’র কোচ হওয়ার প্রস্তাব রয়েছে তাঁর কাছে। কিন্তু সূত্রের খবর, ঘনিষ্ঠজন এবং পিএসজি’র কর্তাদের ইতিমধ্যেই মরিনহো জানিয়ে দিয়েছেন, আগামী মরশুমে তিনি ম্যান ইউয়েরই দায়িত্ব নিয়েছেন। পর্তুগিজ কোচের এই মন্তব্য নিয়ে বিশ্ব ফুটবল তোলপাড়। 


শোনা যাচ্ছে, নাপোলি থেকে গঞ্জালো ইগুয়েনকেও ম্যান ইউয়ে নিয়ে আসছেন মরিনহো। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি দল গঠন নিয়ে তাঁর সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। অ্যালেক্স ফার্গুসন স্বেচ্ছাবসর নেওয়ার পর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে মরিনহোর প্রশংসা করেছেন। ম্যান ইউয়ের মালিক গ্লেজার পরিবার ফার্গির সঙ্গে পরামর্শ করেই মরিনহোকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টমহলের ধারণা। ফার্গুসনের পর ডেভিড মোয়েস এবং লুই ফন গলকে নিয়ে এসে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ম্যান ইউ। শুধু তাই নয়, ফন গলের কথামতো প্রচুর অর্থ খরচ করে একাধিক তারকা ফুটবলারকে কিনেছিল তারা। কিন্তু মরশুম শেষে শুধুই ব্যর্থতা সঙ্গী হয়েছে তাদের। তাই শেষ পর্যন্ত মরিনহোর হাতেই দলের দায়িত্ব সঁপে দেওয়ার কথা ভাবেন কর্তারা। তবে এখনও পর্যন্ত ম্যান ইউয়ের পক্ষ থেকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, বর্তমান কোচ ফন গলের প্রশিক্ষণে খুশি নন অনেক তারকাই। এর মধ্যে রয়েছেন ওয়েন রুনিও।

No comments:

Post a Comment