পথ দূর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটার চন্দ্রাবতী পাল৷ ৪০ বছর বয়সেই নিভে গেল তাঁর জীবনের শিখা৷
চন্দ্রাবতী ক্যালকাটা পার্সি ক্লাবে কোচিং করাতেন৷ সিএবি অধীনস্ত হাওড়া জেলার কোচিংয়ের দায়িত্বে ছিলেন৷ সিএবি-র তরফে খবর, শনিবার সকালে রেড রোডের ওপর দিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন তিনি৷ সেই সময়ই একটি বাস এসে ধাক্কা মারে তাঁকে৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসতাপালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন তিনি৷ ঘটনায় দুঃখপ্রকাশ করে এক সিএবি আধিকারিক বলেন, "অত্যন্ত দুঃখের খবর৷ দু'দিন আগেই ওঁর সঙ্গে সিএবি-তে দেখা হয়েছিল৷ কখনও কোনও বিষয়ে তর্ক করতেন না৷ মুখে সবসময় একটা হাসি ধরে রাখতেন৷"
১৫ বছর বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই মহিলা ক্রিকেটার৷ পূর্বাঞ্চলের হয়েও বেশ কয়েকবার বাইশ গজে নেমেছেন৷ অবসরের পরই কোচিংয়ে ঢুকে পড়েছিলেন৷ সিএবি-র তরফে তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়েছে৷
No comments:
Post a Comment