৩৯ বল বাকি থাকতে জয় তুলে নিল গুজরাত। কলকাতাকে হারিয়ে দিল ৬ উইকেটে। ১৩.৩ ওভারে বাকি থাকতেই বাজিমাত গুজরাত লায়ন্সের। অধিনায়ক রায়না করলেন হাফ সেঞ্চুরি।
টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রায়না। নির্ধারিত ওভারে কলকাতা করল ৮ উইকেটে্ ১২৪ রান। গৌতম গম্ভীরদের সামনে আজ মাস্ট উইন ম্যাচ ছিল। গুজরাতের হয়ে দুই ম্যাচ মিস করার পর এদিন কলকাতার বিরুদ্ধে ফিরেছেন অধিনায়ক সুরেশ রায়না। প্লে অফে জেতে আজ দুই দলই চেয়েছিল জিততে। কিন্তু গম্ভীর অ্যান্ড ব্রিগেড দাঁড়াতেই পারল না। শেষ ম্যাচ দুই দলকেই হারের মুখ দেখতে হয়েছে।
• ১৩.৩ ওভারে গুজরাত ১২৫/৪।
• ১৩ ওভারে গুজরাত ১১৯/৪।
• হাফ সেঞ্চুরি রায়নার। 
• ১২ ওভারে গুজরাত ১১৩/৪।
• এই ওভার থেকেও এল ১০ রান।
• ১১ ওভারে গুজরাত ১০৭/৪।
• রায়নার সঙ্গে ব্যাট করতে এসেছেন জাদেজা।
• এই ওভার থেকে এল ১০ রান।
• ১০ ওভারে গুজরাত ৯৭/৪।
• ২৬ রান করে রান আউট ফিঞ্চ।
• আউট...
• নারিনকে ফিঞ্চের ছক্কা। 
• ৯ ওভারে গুজরাত ৮৭/৩।
• ৮ ওভারে গুজরাত ৮৩/৩।
• মর্কেলকে ফিঞ্চের ছক্কা ও রায়নার বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ১৬ রান।
• ৭ ওভারে গুজরাত ৭১/৩।
• গুজরাতের হয়ে ব্যাট করছেন সুরেশ রায়না ও অ্যারন ফিঞ্চ। 
• ৬ ওভারে গুজরাত ৫৫/৩।
• ৫ ওভারে গুজরাত ৪৫/৩।
• এই ওভার থেকে এল ১১ রান।
• ৪ ওভারে গুজরাত ৩৯/৩।
• মর্কেলের বলে বোল্ড কার্টিক। করলেন ১২ রান।
• আউট...
• ৩ ওভারে গুজরাত ২৮/২।
• ২ ওভারে গুজরাত ২০/২।
• নারিনের বলে এলবিডব্লু ম্যাককালাম। করলেন ৬ রান।
• আউট...
• ১ ওভারে গুজরাত ১২/১।
• এর পর সেই ওভারেই  রায়নার বাউন্ডারি ও ম্যাককালামের ওভার বাউন্ডারি।
• রাজপুতের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে আউট হলেন স্মিথ। 
• ব্যাটিং শুরু গুজরাতের।
• ২০ ওভারে কলকাতা ১২৪/৮। 
• ব্রাভোর বলে ফিঞ্চকে ক্যাচ দিয়ে  আউট জেসন হোল্ডার। করলেন ১৩ রান।
• আউট...
• ১৯ ওভারে কলকাতা ১২০/৭।
• ব্যাট করতে এলেন সুনীল নারিন। ক্রিজে রয়েছেন জেসন হোল্ডার।
• কুলকার্নীর বলে রায়নাকে ক্যাচ দিয়ে আউট পঠান। করলেন ৩৬ রান।
• আউট...
• ১৮ ওভারে কলকাতা ১১৬/৬।
• এই ওভার থেকে এল ১০ রান।
• ১৭ ওভারে কলকাতা ১০৩/৬।
• জাকাতির বলে কুলকার্নীকে ক্যাচ দিয়ে আউট সূর্যকুমার যাদব। করলেন ১৭ রান।
• আউট...
• এই ওভার থেকে এল ১০ রান। 
• ১৬ ওভারে কলকাতা ৯৩/৫।
• ব্রাভোর ওভারে জোড়া বাউন্ডারি কেকেআর-এর। 
• ১৫ ওভারে কলকাতা ৮৩/৫।
• জাদেজাকে পঠানের বাউন্ডারি, ওভার বাউন্ডারি।
• দুরন্ত স্মিথ। ৪ ওভার বল করে ৮ রান দিয়ে নিলেন ৪ উইকেট। 
• ১৪ ওভারে কলকাতা ৬৯/৫।
• ১৩ ওভারে কলকাতা ৬৪/৫।
• এই ওভার থেকে এল ২ রান। 
• ১২ ওভারে কলকাতা ৬১/৫।
• ব্যাট করতে এলেন সূর্যকুমার যাদব।
• স্মিথের বলে শাদাবকে ক্যাচ দিয়ে আউট সাকিব। করলেন ৩ রান। 
• আউট...
• ১১ ওভারে কলকাতা ৫৯/৪।
• জাকাতির ওভারে এল ৪ রান।
• ১০ ওভারে কলকাতা ৫৫/৪।
• স্মিথের এই ওভারে এল একটি উইকেট ও এক রান। 
• ব্যাট করতে এলেন সাকিব আল হাসান। 
• স্মিথের বলে বোল্ড পীযুষ চাওলা। করলেন ১১ রান।
• আউট...
• ব্যাট করছেন ইউসুফ পঠান ও পীযুষ চাওলা।
• ৯ ওভারে কলকাতা ৫৪/৩।
• ৮ ওভারে কলকাতা ৪৯/৩।
• দিলেন মাত্র ২ রান।
• বল করতে এলেন ডোয়েন ব্রাভো।
• ৭ ওভারে কলকাতা ৪৭/৩।
• ব্যাট করতে এলেন ইউসুফ পঠান। 
• সপ্তম ওভারের প্রথম বলেই উথাপ্পাকে তুলে নিলেন স্মিথ। 
• স্মিথের বলে কার্তিককে ক্যাচ দিয়ে আউট রবিন উথাপ্পা। 
• আউট...
• এই ওভার থেকে এল ৮ রান।
• ৬ ওভারে কলকাতা ৪৪/২।
• আজ খেলা দেখতে মাঠে এসেছেন অ্যাপেলের সিইও টিম কুক।
• উথাপ্পা্র সঙ্গে ব্যাট করতে এসেছেন পীযুষ চাওলা।
• ৫ ওভারে কলকাতা ৩৬/২।
• স্মিথের ওভারে এল মাত্র ২ রান।
• স্মিথের বলে রায়নাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মনীশ পাণ্ডে। করলেন ১ রান। 
• আউট....
• ৪ ওভারে কলকাতা ৩৪/১।
• কুলকার্ীকে উথাপ্পার বাউন্ডারি, ওভার বাউন্ডারি।
• ব্যাট করতে এলেন মনীশ পাণ্ডে।
• চতুর্থ ওভারের প্রথম বলেই আউট গৌতম গম্ভীর। 
• রান আউট হলেন গৌতম গম্ভীর। করলেন মাত্র ৮ রান। 
• আউট...
• ৩ ওভারে কলকাতা ২৩/০।
• বল করছেন প্রবীন কুমার।
• এই ওভার থেকে এল ১১ রান।
• ২ ওভারে কলকাতা ১৪/০।
• ১ ওভারে কলকাতা ৩/০।
• ব্যাট করছেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা।
• খেলা শুরু।