অ্যাপেল সি ই ও টিম কুক এসেছিলেন শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’–এ। বিশেষ অতিথির জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন কিং খান। টিম কুকের সম্মানে আয়োজিত এই বিশেষ নৈশভোজে আমন্ত্রিত ছিলেন আরও অনেক সেলিব্রিটি।
ছিলেন অমিতাভ বচ্চন, ছিলেন সানিয়া মির্জাও। সেই নৈশভোজে গিয়ে টিম কুকের সঙ্গে কথা বলে দারুণ খুশি সানিয়া। শাহরুখের আতিথেয়তাতেও মুগ্ধ তিনি। টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন হায়দরাবাদি টেনিস তারকা। একটি ছবিতে এস আর কে আর টিম কুকের মাঝে সানিয়া। অন্যটিতে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, ফারহা খানের সঙ্গে সানিয়া। ছবি পোস্ট করে সানিয়া লিখেছেন, ‘শাহরুখ, এমন আতিথেয়তার জন্য ধন্যবাদ। মিস্টার টিম কুকের সঙ্গে দেখা করেও দারুণ লাগল।’
No comments:
Post a Comment