আগামী ২৪ মে এএফসি কাপের রাউন্ড অব সিক্সটিনে গ্রুপ-‘ই’র রানার্স-আপ দলটির মুখোমুখি হবে গ্রুপ-‘জি’র শীর্ষ স্থানাধিকারী মোহন বাগান। ঠিক তার আগের দিন অর্থাৎ ২৩ মে কোপা আমেরিকার জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে হাইতি।
এখনও পর্যন্ত প্রথম ৪০জন ফুটবলারের মধ্যে রয়েছেন সনি নর্ডি এবং জুডেলিন আভেস্কা। মোহন বাগানের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলেই হাইতি উড়ে যাবেন সনি। ২৯ মে কলম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে তাঁর দেশ হাইতি।
শতবর্ষের কোপা আমেরিকায় গ্রুপ-‘বি’তে রয়েছে হাইতি। এই গ্রুপের বাকি তিনটি দল হল যথাক্রমে ব্রাজিল, ইকুয়েডর ও পেরু। ৪ জুন হাইতির প্রথম ম্যাচে পেরুর বিরুদ্ধে। ৮ জুন ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি। গ্রুপের শেষ ম্যাচ তারা খেলবে ১২ জুন ইকুয়েডরের বিরুদ্ধে। আসন্ন কোপা আমেরিকায় জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স মেলে ধরাই লক্ষ্য সনি নর্ডির। তার আগে তিনি মোহন বাগানকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করাতে চান।
এখনও পর্যন্ত প্রথম ৪০জন ফুটবলারের মধ্যে রয়েছেন সনি নর্ডি এবং জুডেলিন আভেস্কা। মোহন বাগানের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলেই হাইতি উড়ে যাবেন সনি। ২৯ মে কলম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে তাঁর দেশ হাইতি।
শতবর্ষের কোপা আমেরিকায় গ্রুপ-‘বি’তে রয়েছে হাইতি। এই গ্রুপের বাকি তিনটি দল হল যথাক্রমে ব্রাজিল, ইকুয়েডর ও পেরু। ৪ জুন হাইতির প্রথম ম্যাচে পেরুর বিরুদ্ধে। ৮ জুন ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি। গ্রুপের শেষ ম্যাচ তারা খেলবে ১২ জুন ইকুয়েডরের বিরুদ্ধে। আসন্ন কোপা আমেরিকায় জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স মেলে ধরাই লক্ষ্য সনি নর্ডির। তার আগে তিনি মোহন বাগানকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করাতে চান।
No comments:
Post a Comment