১১ কোটি টাকা জরিমানা! আগামী আই এস এল শুরুর আগেই ১৫ পয়েন্ট কেটে নেওয়া! দুই শীর্ষকর্তার তিন ও দুই বছরের নির্বাসন! এফ সি গোয়ার এমন শাস্তির বহর দেখে চোখ কপালে উঠেছে তাদের কোচ জিকো। ব্রাজিলীয় কিংবদন্তি প্রচণ্ড বিরক্তও। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘কিছু বলার নেই! কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমি বিরক্ত বোধ করছি।’ আই এস এল রেগুলেটরি কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এফ সি গোয়া নিয়ে, তাতে এলানোর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলেই ধরে নেওয়া যায়। কিন্তু জিকো তা মানতে রাজি নন।
উল্টে তাঁর পরিষ্কার দাবি, ‘ডাগ আউটে আমরা কোচেরা ছিলাম। মোরাসি সানতানা, ব্রুনো সিলভার সঙ্গে আমিও দেখেছি, এলানো নিগ্রহ করছে রাজ সালগাঁওকারকে।’ কিছুদিন আগেই এন ডি টিভি একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, এলানো নির্দোষ। গোয়ার শাস্তির ক্ষেত্রে এই ভিডিওটির বড়সড় ভূমিকা রয়েছে বলেই মনে করা হচ্ছে। জিকো যদিও বলেছেন, ‘ভিডিওটি পুরো বানানো। দেখলেই বোঝা যাচ্ছে। এলানো যখন মারতে গেছে, তার আগেই কাট করা হয়েছে। আর কোনও কারণ ছাড়া কেনই বা আমাদের সবাই এভাবে প্রতিক্রিয়া দেবে?’ রায় শুনে স্তম্ভিত হয়ে গেছেন গোয়ার দুই কর্তাও। দত্তরাজ সালগাঁওকার এবং শ্রীনিবাস ডেম্পো যৌথ বিবৃতিতে নিজেদের হতাশার কথাই জানিয়েছেন। এফ সি গোয়ার পাশে দাঁড়িয়েছেন বাইচুং ভুটিয়াও। বলেছেন, শাস্তিটা খুব কঠোর হয়ে গেছে। এলানোর আচরণেরও নিন্দা করেছেন তিনি। গোটা ঘটনাকে ‘অবাঞ্ছিত’ আখ্যা দিয়ে বাইচুং অবশ্য এও আশা করছেন, পরের মরশুমেও আই এস এলে খেলবেন এলানো। গোয়ার শাস্তির সমালোচনায় সরব হয়েছেন গোয়ার প্রাক্তন ফুটবলাররা। যাঁদের মধ্যে রয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক ব্রুনো কুটিনহো, গোলকিপার ব্রহ্মানন্দ। শাস্তির সিদ্ধান্তকে ‘অত্যন্ত কঠোর’ বলে চিহ্নিত করেছে গোয়া ফুটবল সংস্থাও। তাদের সভাপতি এলভিস গোমস জানিয়েছেন, জি এফ এ ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে কথা বলবে এবং সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচ আর্মান্দো কোলাসো এতটাই ক্ষুব্ধ যে, বলেই ফেলেছেন, পরোক্ষভাবে গোয়ার ফুটবলকে হত্যার চেষ্টা হচ্ছে। ‘খবরটা শুনে বিশ্বাসই হচ্ছিল না’, বলেছেন কোলাসো। তাঁর দাবি, আসল সত্যিটা অবশ্যই সামনে আসা উচিত। অন্য দিকে, এত সমালোচনার মাঝে দাঁড়িয়েও পাঁচমাসের কম সময়ে তদন্ত গুটিয়ে তাদের সিদ্ধান্ত ঘোষণার জন্য পাঁচ সদস্যের রেগুলেটরি কমিশনকে ধন্যবাদ জানিয়েছে আই এস এল কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment