ঔরঙ্গাবাদের, ওয়াকলা গ্রাম। সেই গ্রামের উন্নয়নের জন্য ১ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন শচীন তেন্ডুলকার। কিন্তু গ্রাম্য রাজনীতির ঠেলায় সেই টাকা এখন পর্যন্ত ব্যবহারই করা যায়নি! সে কী? এ কেমন গ্রাম! হ্যাঁ, ‘ওয়াকলা’ গ্রামের কথা শুনে এই প্রশ্নটাই মনে জাগতে বাধ্য।
গ্রামেরই এক তরুণ অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের একটি দলের কাছে আবেদন রেখেছিল, তাদের গ্রামের রাস্তাঘাট মেরামত ও অন্যান্য উন্নয়নের কাজ করার জন্য। শচীন সে কথা জানতে পেরে, ১ কোটি টাকা উন্নয়নের খাতে দেবেন বলে জানিয়েছিলেন। এমনকি কোনও কনট্রাক্টর রাস্তা মেরামতির দায়িত্ব নেবে, সেই কোম্পানির নাম জানিয়ে দেওয়ার কথাও বলেছিলেন শচীন। যাতে দ্রুত টাকা পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু কোথায় কী! ওয়ালকা গ্রাম সভা টেন্ডার সংক্রান্ত কাজ এতদিনেও শেষ করতে পারেনি! কনট্রাক্টরও ঠিক করতে পারেনি! যার জেরে এই গ্রাম উন্নয়ন থেকে এখনও বঞ্চিতই রয়েছে।
No comments:
Post a Comment