লন্ডন: চ্যম্পিয়ন্স লিগের মত ইউরোপা লিগের ফাইনালে অন্তত স্পেন বনাম স্পেন হচ্ছে না! বৃহস্পতিবার রাতে ইউরোপার দুটি সেমিফাইনালেরই ফিরতি পর্বের ম্যাচ শেষে যা দাঁড়াল, তাতে ১৮ মে বাসেলের ফাইনাল লাইন–আপে স্পেনীয় ফুটবলের প্রতিনিধি হিসাবে সেভিয়া থাকছে। তবে, ট্রফি জয়ের পথে তাদের শেষতম বাধা হতে যাচ্ছে ইংরেজ ক্লাব লিভারপুল।
প্রথম দফায় ভিল্লারিয়েলের কাছে ০–১ ব্যবধানে হারলেও যুরগেন ক্লপের দল এদিন ফিরতি দফায় পরিষ্কার ৩-০ জিতল। ব্রুনো সোরিয়ানের আত্মঘাতী গোল বৃহস্পতিবার ঘরের মাঠে লিভারপুলকে ১–০ এগিয়ে দেয়। তাদের হয়ে অন্য দুটি গোল স্টারিজ এবং লালানার। দুই পর্ব মিলিয়ে ৩–১ ব্যবধানে জিতল ইংরেজ ক্লাব। ভিল্লারিয়েলের রুইজ ৭১ মিনিটে লাল কার্ড দেখেন। অন্য সেমিফাইনালে স্পেনের সেভিয়াও ঘরের মাঠে ৩–১ জিতল শাখতার দোনেস্কের বিরুদ্ধে। প্রথম দফায় দু দলের লড়াই ২–২ গোলে অমীমাংসিত ছিল। সেভিয়ার জোড়া গোলের নায়ক গ্যামেইরো। অন্যটি ফেরেইরার। শাখতারের হয়ে বিরতির আগে এজুয়ার্ডো সমতা ফেরালেও কাজের কাজ হয়নি।
প্রথম দফায় ভিল্লারিয়েলের কাছে ০–১ ব্যবধানে হারলেও যুরগেন ক্লপের দল এদিন ফিরতি দফায় পরিষ্কার ৩-০ জিতল। ব্রুনো সোরিয়ানের আত্মঘাতী গোল বৃহস্পতিবার ঘরের মাঠে লিভারপুলকে ১–০ এগিয়ে দেয়। তাদের হয়ে অন্য দুটি গোল স্টারিজ এবং লালানার। দুই পর্ব মিলিয়ে ৩–১ ব্যবধানে জিতল ইংরেজ ক্লাব। ভিল্লারিয়েলের রুইজ ৭১ মিনিটে লাল কার্ড দেখেন। অন্য সেমিফাইনালে স্পেনের সেভিয়াও ঘরের মাঠে ৩–১ জিতল শাখতার দোনেস্কের বিরুদ্ধে। প্রথম দফায় দু দলের লড়াই ২–২ গোলে অমীমাংসিত ছিল। সেভিয়ার জোড়া গোলের নায়ক গ্যামেইরো। অন্যটি ফেরেইরার। শাখতারের হয়ে বিরতির আগে এজুয়ার্ডো সমতা ফেরালেও কাজের কাজ হয়নি।
No comments:
Post a Comment