মোহনবাগান – ৫ (সোনি, ধনচন্দ্র, জেজে ২, বিক্রমজিৎ) আইজল – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগটা হাতছাড়া হয়েছে৷ তাই বলে ফেড কাপও? নৈব নৈব চ! সমর্থকদের আশা ভরসার মান রাখতে হবে তো! আগের মরশুমের ভারতসেরা কোচকে পরের মরশুমেই মানুষ ভুলে যাবেন, সেটাও তো হতে দেওয়া যায় না! এমনটা হতেও দিল না সোনি নর্ডি অ্যান্ড কোম্পানি৷ বৃহস্পতিবার বঙ্গে সবুজ ঝড় উঠেছিল৷ শনিবার গুয়াহাটিতে উঠল সবুজ মেরুন ঝড়৷
ফেড কাপে এই আইজলের কাছেই হেরে বিদায় নিয়েছিল এবারের আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি৷ সেই পাহাড়ি দলকে এদিন পাঁচ গোলের মালা পরিয়ে দিল বাগান৷ দুই শিবিরেই দুই বাঙালি কোচ৷ মগজাস্ত্রের খেলায় এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়৷ ট্রফি জয়ের মহারণে প্রথমার্ধে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেয়নি৷ কিন্তু বিরতির পরই ছবিটা এক্কেবারে পাল্টে গেল৷ প্রথমার্ধের বাগানের সঙ্গে দ্বিতীয়ার্ধের বাগানের কোনও সামঞ্জস্য নেই৷ সোনি নর্ডির গোল দিয়েই খাতা খুলল গঙ্গাপারের ক্লাব৷ তারপর একের পর এক আক্রমণ আছড়ে পড়ল আইজল শিবিরে৷ জেজে, বিক্রমজিৎদের মুহুর্মুহু হানায় জহর দাসের রক্ষণ তখন নাজেহাল হয়ে পড়েছে৷ সেই সঙ্গে স্কোর বোর্ডে ব্যবধানটাও বেড়ে চলেছে৷ জেজে, ধনচন্দ্ররা
যে ঝড় তুললেন, নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিট আগে পর্যন্তও সেই ঝড় থামাতে পারলেন না অ্যালফ্রেডরা৷
এদিন পাহাড়ি দলের বিরুদ্ধে ফেভরিট হিসেবেই মাঠে নেমেছিলেন কাটসুমিরা৷ ১৩ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথমবার ফেড কাপ ট্রফি ঘরে তোলায় আশায় খেলছিল আইজল৷ ফুটবলমহল তাই এই লড়াইকে ডেভিড-গোলিয়াথের লড়াইয়ের নামও দিয়েছিল৷ কিন্তু এবার আর কোনওরকম অঘটন ঘটাতে দেননি বাগান ফুটবলাররা৷ ২০০৮-এর পর ফের ভারতসেরার ট্রফি নিয়ে শহরে ফিরছে শতাব্দী প্রাচীন ক্লাব৷
বিরাট কোহলির সঙ্গে ফেড কাপে বাগানের পারফরম্যান্সের খুব একটা পার্থক্য নেই৷ উভয়ই ধারাবাহিক৷ অপরাজিত (একটি ড্র) থেকে ফাইনালে পৌঁছেছিল দল৷ প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে বড়সড় ব্যবধানে পরাস্ত করেছেন কিংশুক, লুসিয়ানোরা৷ এদিকে, দলকে জেতানোর সঙ্গে সঙ্গে আরও একটা রেকর্ড গড়লেন জেজে৷ বাগানের জার্সি গায়ে একটি ফেড কাপে সর্বোচ্চ গোল করেছিলেন হোসে ব্যারেটো৷ সেই রেকর্ডও ভেঙে দিলেন ভারতীয় স্ট্রাইকার (৮)৷ আর ফুটবলারদের ভাল-মন্দ সব দিনে পাশে দাঁড়িয়েছেন একজন মানুষ৷ সব সমালোচনার জবাব দিয়েছেন মাঠে৷ তিনি সঞ্জয় সেন৷
সুপার স্যাটারডে-তে জয়ের সেলিব্রেশনে মাতল শহর৷ সবুজ মেরুন তাঁবুতে পরপর দু’মরশুমে দু’টো ট্রফি ঢুকল৷ বাগান ভক্তদের এর চেয়ে আনন্দের দিন আর কি-ই হতে পারে৷ মরশুম শেষে সমর্থকদের “এবার আবার” স্লোগানটা সার্থক করে দিলেন তাঁদের হিরোরা৷
No comments:
Post a Comment