অ্যাটলেটিকো দি কলকাতার নতুন কোচ হলেন হোসে ফ্রান্সিসকো মোলিনা জিমিনেজ। আই এস এলের তৃতীয় সংস্করণের জন্য নতুন কোচের নাম জানিয়ে দিলেন এ টি কে কর্তারা। ৪৫ বছর বয়সী প্রাক্তন স্প্যানিশ গোলকিপার হোসে ফ্রান্সিসকো মোলিনা জিমিনেজের সঙ্গে এ টি কে কর্তাদের কথাবার্তা চূড়ান্ত।
আই এস এলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও তঁাকে কোচ করতে আগ্রহ দেখায়। কিন্তু অ্যাটলেটিকো দি মাদ্রিদের টিম ম্যানেজমেন্টের দৌলতে এই স্প্যানিশ কোচের থেকে সবুজ সঙ্কেত আদায় করে নিতে পেরেছেন এ টি কে কর্তারা। মঙ্গলবার কলকাতা ফ্র্যাঞ্চাইজির কর্তা সঞ্জীব গোয়েঙ্কা জানান, ‘আমাদের এ টি কে পরিবারে ওঁকে স্বাগত। স্পেন ও অন্যান্য দেশের ক্লাব দলের কোচিং করার অভিজ্ঞতা উনি এখানে কাজে লাগিয়ে আমাদের দলকে সমৃদ্ধ করবেন, এটাই আশা।’
গতবছর হংকং প্রিমিয়ার লিগের ক্লাব কিৎচি স্পোর্টস ক্লাবের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে কলকাতায় এসেছিলেন মোলিনা জিমিনেজ। এ এফ সি কাপের সেই ম্যাচ যুবভারতীতে ২–২ ড্র হয়। অ্যাওয়ে ম্যাচে তঁার দলের বিরুদ্ধে ১–১ ড্র করে লাল–হলুদ। অ্যাটলেটিকোর কলকাতার ‘নতুন কোচ’ জিমিনেজের কোচিং কেরিয়ার জানতে ‘উইকিপিডিয়ায়’ চোখ রাখলে দেখা যাবে, কোনও ‘হেভিওয়েট’ কিংবা তারকাখচিত দলের দায়িত্ব সামলাননি কখনও। ২০০৭–এ ফুটবলকে বিদায় জানানোর পর ২০০৯ থেকে কোচিংয়ে আসেন। প্রথম দায়িত্ব নেন এফ সি ভিল্লারিয়াল সি দলের। তার পরবর্তী সময়ে ভিল্লারিয়াল বি, লা–লিগার ক্লাব ভিল্লারিয়াল সি এফ টিমেরও কোচ ছিলেন। স্পেনের ‘থার্ড লেভেল’ ফুটবল লিগের টিম গেটাফে সি এফ বি–র ম্যানেজারের দায়িত্ব সামলেছেন জেমিনেজ। এছাড়া হংকঙের ক্লাব কিৎচি এফ সি–র কোচও ছিলেন। তঁার কোচিংয়ে ওই টিম হংকং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে, ১১ বছরের ফুটবলার জীবনে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ডিপার্টিভো দি করুনা মিলিয়ে ১৪ মরশুমে ৪১৫টি লা লিগার ম্যাচ খেলেছেন। স্পেনের জাতীয় দলের হয়ে ৯ বার (১৯৯৬–২০০০) প্রতিনিধিত্ব করেছেন। যার মধ্যে রয়েছে ১৯৯৮সালের বিশ্বকাপ।
হাবাসের মতো ‘হাইপ্রোফাইল’ কোচের পরিবর্তে শেষপর্যন্ত জিমিনেজকে কোচের হটসিটে বসানো হল। দু’বছরের মধ্যে ভারতীয় ফুটবল সম্বন্ধে বেশ ভাল ধারণা হয়ে গিয়েছিল এ টি কে–র প্রাক্তন কোচের। অভিজ্ঞ হাবাসের পরিবর্ত হিসেবে জিমিনেজের এ টি কে–র কোচ হওয়ার খবরে সাফল্যের ব্যাপারে আশঙ্কায় ফুটবল মহল।
No comments:
Post a Comment