Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 2, 2016

জয় দিয়ে শুরু মোহনবাগানের ফেডারেশন কাপ | Anandabazar

সালগাওকর ২ (মার্টিন, কেলভিন)
মোহনবাগান ৩ (জেজে-২, অভিষেক)

জেজের জোড়া গোল, কিনান-কাটসুমির হাতাহাতি


 গোল পাল্টা গোল, সঙ্গে হাতাহাতি। ম্যাচের শুরুতেই কিনান-কাটসুমির ঝামেলায় খেলা বন্ধ থাকল কিছুক্ষণ। তার আগেই শুরুটা করেছিল মোহনবাগান। ম্যাচের শেষটাও লেখা থাকল মোহনবাগানের নামেই। যেখানে আই লিগ শেষ করেছিল সেখান থেকেই ফেডারেশন কাপ যাত্রা শুরু করে দিল সঞ্জয় সেন অ্যান্ড ব্রিগেড। আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে বড় ব্যবধানে হারিয়ে শেষ করেছিল মোহনবাগান। কিন্তু আই লিগ পাওয়ার আশায় নিজেরাই জল ঢেলে দিয়েছিল দু’ম্যাচ আগে। এমন অবস্থায় এখন মোহনবাগানের পাখির চোখ ফেডারেশন কাপ। যেখানে বেঙ্গালুরু ও ইস্টবেঙ্গল হেরে শুরু করেছে সেখানে মোহনবাগান জয় দিয়েই শুরু করল।

  ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন জেজে লালপেখলুয়া। এর পর গোল করে গোয়ার দলকে এগিয়ে দেন মার্টিন স্কট ও কেলভিন এমবার্গা। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ করে হোম টিম। কিন্তু দ্বিতীয়ার্ধটা যে লেখা ছিল মোহনবাগানের নামেই। ৭৭ মিনিটে সুভাষ সিংহর জায়গায় নেমেই মোহনবাগানকে সমতায় ফেরান অভিষেক দাস। কাটসুমির ক্রস বক্সের মধ্যে ট্যাপ করেই গোলে শট নেন এই রাইট ব্যাক। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ৫ মিনিট আগে উইনিং গোলটি করে যান সেই জেজে। এর পর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি সালগাওকর।

 


No comments:

Post a Comment