আগামী মরশুমেও মোহন বাগানের কোচ থাকছেন সঞ্জয় সেন। ২০১৪ সালের ৮ ডিসেম্বর তিনি মোহন বাগানের দায়িত্ব নেন। ১৩ বছর বাদে তাঁর কোচিংয়ে মোহন বাগান জিতেছিল আই লিগ। এবার একটুর জন্য খেতাব হাতছাড়া হলেও মোহন বাগান রানার্স হয়েছে আই লিগে। তাই ক্লাবের এক শীর্ষ কর্তা জানিয়ে দিলেন, ‘সঞ্জয়ের সঙ্গে চুক্তি বর্ধিত হবে। এখন আমাদের লক্ষ্য ফেডারেশন কাপ জেতা।’
এখনও মার্চ মাসের পেমেন্ট বাকি রয়েছে সনি নর্ডিদের। অপ্রধান প্লেয়ারদের চার মাস পর্যন্ত পেমেন্ট বাকি রয়েছে। ফেড কাপ ফাইনালের আগে এক কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে কর্তারা জানাচ্ছেন। কোচ সঞ্জয় সেন ভালো ম্যান ম্যানেজমেন্টের জন্য দলে পেমেন্টজনিত অসন্তোষ দানা বাঁধতে দেননি। কর্তারা পেমেন্ট সমস্যা এড়াতে বেশি মাঠে আসতেন না। এটাও সঞ্জয়কে স্বাধীনভাবে দল চালাতে সাহায্য করেছে।
No comments:
Post a Comment