ফুটবল মাঠে ফিরে এল মার্ক ভিভিয়ন ফো-র স্মৃতি। শুক্রবার রাতে রোমানিয়ান লিগে খেলা চলছিল ডায়নামো বুখারেস্ট এবং ভ্লিটোরুলের মধ্যে। আচমকাই মাঠের মধ্যে পড়ে গেলেন বুখারেস্টের প্যাট্রিক একেং। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ২৬ বছরের এই ফুটবলারকে।
ক্লাব ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন এই তরুণ ফুটবলার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সঠিক কারণ জানায়নি। ফ্লোরিস্কা হাসপাতালের মুখপাত্র বলেন, “প্যাট্রিককে হাসপাতালে আনার পর এক ঘণ্টা তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। তবে মাঠেই তাঁর মৃত্যু হয়েছিল কি না সঠিক ভাবে বলা সম্ভব না।”
প্যাট্রিক আফ্রিকা নেশনস কাপে ক্যামরুনের হয়ে দু’বার প্রতিনিধিত্ব করেছেন। বুখারেস্ট ছাড়া কর্ডোবা, লাসুনের মতো ক্লাবেও খেলেছেন তিনি। ক্যামেরুনের জাতীয় দলের পক্ষ থেকে টুইট করে প্যাট্রিকের মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে।
No comments:
Post a Comment