Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, May 5, 2016

২২ জন ফুটবলারের সঙ্গে দু’বছরের চুক্তি করেই বিপাকে লাল-হলুদ! । বর্তমান

ফেডারেশন কাপ থেকে ছিটকে যাওয়ার পরই ইস্ট বেঙ্গল কোচ বলেছিলেন, দলের খোলনলচে বদলাতে হবে। বেশ কয়েকজন ফুটবলারকে বাতিল করতে হবে। কিন্তু দলের ২২ জন ফুটবলারের সঙ্গে দু’বছরের চুক্তি করে ইস্ট বেঙ্গল কর্তারা দলের সর্বনাশ করে ফেলেছেন! যেখানে ‘পেনশনার’ ফুটবলারদের সংখ্যাই বেশি। কর্তাদের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে আগামী বছরও লাল-হলুদ জনতা সর্বভারতীয় ট্রফি জয় থেকে বঞ্চিত হতে পারেন।

চার বিদেশির সঙ্গে চুক্তি নিয়েই ইস্ট বেঙ্গলে চরম ডামাডোল। যেখানে কলকাতা লিগের পারফরম্যান্স দেখেই ডু ডংয়ের সঙ্গে তিন বছরের চুক্তি করে নিয়েছে ইস্ট বেঙ্গল। যার জন্য এখন হাত কামড়ে যাচ্ছেন কর্তারা। কলকাতা লিগ জয়ের পর ডংয়ের পারফরম্যান্স স্রেফ জিরো। আর র্যা ন্টি মার্টিন্স আই লিগে সর্বাধিক গোলদাতা হলেও তিনি আর স্বমহিমায় কতদিন টানবেন সেটাই এখন বড় প্রশ্ন। ডং, র্যা ন্টিকে রেখে আগামী মরশুমে স্টপার বেলো রজ্জাক ও বার্নার্ড মেন্ডিকে ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল। দুই বিদেশি নিয়েই ইস্ট বেঙ্গলে চরম প্রত্যাশা ছিল। দু’জনেই মরশুমের শেষে সুপার ফ্লপ। গতবার শক্তিশালী আক্রমণভাগের জন্য মোহন বাগান রক্ষণে বেলো রজ্জাককে চোখে পড়েছে। এবার বেলোর বয়সের ভার তাঁর বিপক্ষেই গিয়েছে। তবে ইস্ট বেঙ্গল কর্তারা এবার দল গঠনের পুরো ভার মরগ্যানের হাতেই ছেড়ে গিতে চলেছেন। ফুটবলারদের সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তির জাঁতাকলে পড়ে মরগ্যান এই দল নিয়ে আগামী বছরও কতটা সাফল্য এনে দিতে পারবেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

No comments:

Post a Comment