একটার বয়স ১ বছরও হয়নি এখনও। দুধের শিশু। অন্যটা ৩ বছরে পা দিতে চলেছে। তাও দুধের শিশু টেক্কা দিয়ে গেল ৩ বছরে পা দিতে চলা শিশুকে। কীভাবে? ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে ইন্ডিয়ান সুপার লিগকে টক্কর দিল আগামী জানুয়ারিতে শুরু হতে চলা বাংলাদেশ সুপার লিগ (বি এস এল)। খবরটা আই এস এল কর্তৃপক্ষের কাছে অবশ্যই বড় চমক।
মাস তিনেক আগে খবরটা হাওয়ায় ভেসেছিল। তাতেই সিলমোহর পড়ল গত সপ্তাহে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মারাদোনার সঙ্গে চুক্তিপর্ব সেরে ফেলেছে বি এস এল আয়োজকরা। সূত্রের খবর, টুর্নামেন্ট চলাকালীন পদ্মাপারে দু–তিনবার পদধূলি পড়বে এই ফুটবল কিংবদন্তির। এ প্রসঙ্গে আয়োজকদের তরফে সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ (সি এম জি)–এর অন্যতম কর্তা ভাস্বর গোস্বামী শনিবার ফোনে বলেন, ‘মারাদোনার সঙ্গে চুক্তি হয়ে গেছে আমাদের। তঁার এজেন্টের সঙ্গে যা কথা হয়েছে, তাতে ২–৩ বার তিনি ঢাকায় আসবেন।’অক্টোবর–নভেম্বর মাসে আটটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বি এস এল শুরু হওয়ার পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। আই এস এল শেষ হওয়ার পরই অর্থাৎ জানুয়ারি মাস নাগাদ শুরু হতে পারে পদ্মাপারের নয়া ফ্র্যাঞ্চাইজি ফুটবল প্রতিযোগিতা, বি এস এল সূত্রে এমনটাই খবর। টুর্নামেন্টের লোগো ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। মারাদোনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে জুড়ে দিয়ে আই এস এল–কে ভোরের আলো দেখার আগেই দু’গোল চাপিয়ে রাখল বি এস এল, তা বলাই যায়। এ ছাড়াও মারাদোনার পাশাপাশি আরও তারকাদের দেখা যাবে বলে জানালেন উদ্যোক্তারা।
No comments:
Post a Comment