ইংল্যান্ড সফরের আগে ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য। কিন্তু ৩৫জনের দলে তাঁর ঠাঁই হয়নি। শৃঙ্খলা ভাঙার অপরাধেই তাঁকে দলে রাখা হয়নি। শুক্রবার থেকে আবোতাবাদে শুরু সেই ক্যাম্প। তার আগে বাধ্য হয়ে বোর্ডের কাছে চিঠি লিখলেন আহমেদ শেহজাদ। কী লিখেছেন?
‘নিজের স্বভাব বদলে ফেলব। ভাল ছেলে হয়ে যাব। আর শৃঙ্খলা ভাঙব না। আমাকে ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হোক।’ আহমেদ শেহজাদের এই বোধদয় দেখে পি সি বি-র কয়েকজন কর্তা নরম হয়েছিলেন। কিন্তু মুখ্য-নির্বাচক ইনজামাম উল-হক বেঁকে বসেছেন। একটি সূত্র জানাচ্ছে, ‘ইনজামাম বোর্ডকে জানিয়েছেন, এই মুহূর্তে আহমেদ শেহজাদকে ক্যাম্পে যদি ডাকা হয়, খারাপ হবে। ভবিষ্যতে খারাপ প্রভাব পড়বে। বাকি ক্রিকেটারদের কাছেও ভুল বার্তা পৌঁছবে।’ এখানেই শেষ নয়। ওই সূত্রের দাবি, পাকিস্তানের নতুন কোচ মিকি আর্থার পৌঁছনোর পর, আহমেদের বিষয়টি নিয়ে ইনজামাম তাঁর সঙ্গে কথা বলবেন। তবে অন্য একটি সূত্র জানাচ্ছে, আহমেদ ডাক পেতে পারেন। পেশোয়ারে আহমেদ শেহজাদ নিজেই জানিয়েছেন, ‘আমি সবরকমের স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত। দেশের হয়ে খেলার জন্য সব কিছু করতে পারি।’
‘নিজের স্বভাব বদলে ফেলব। ভাল ছেলে হয়ে যাব। আর শৃঙ্খলা ভাঙব না। আমাকে ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হোক।’ আহমেদ শেহজাদের এই বোধদয় দেখে পি সি বি-র কয়েকজন কর্তা নরম হয়েছিলেন। কিন্তু মুখ্য-নির্বাচক ইনজামাম উল-হক বেঁকে বসেছেন। একটি সূত্র জানাচ্ছে, ‘ইনজামাম বোর্ডকে জানিয়েছেন, এই মুহূর্তে আহমেদ শেহজাদকে ক্যাম্পে যদি ডাকা হয়, খারাপ হবে। ভবিষ্যতে খারাপ প্রভাব পড়বে। বাকি ক্রিকেটারদের কাছেও ভুল বার্তা পৌঁছবে।’ এখানেই শেষ নয়। ওই সূত্রের দাবি, পাকিস্তানের নতুন কোচ মিকি আর্থার পৌঁছনোর পর, আহমেদের বিষয়টি নিয়ে ইনজামাম তাঁর সঙ্গে কথা বলবেন। তবে অন্য একটি সূত্র জানাচ্ছে, আহমেদ ডাক পেতে পারেন। পেশোয়ারে আহমেদ শেহজাদ নিজেই জানিয়েছেন, ‘আমি সবরকমের স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত। দেশের হয়ে খেলার জন্য সব কিছু করতে পারি।’
No comments:
Post a Comment