আজকালের প্রতিবেদন: ২৪ বছর ধরে তিনি বিপক্ষের বোলারদের ত্রাস ছিলেন। কত বোলারের যে রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, তার শেষ নেই! সেই তিনিই এখন বোলারদের সমব্যথী! হঠাৎ করে বোলারদের নিয়ে কেন চিন্তিত শচীন তেন্ডুলকার? কেনই বা সমব্যথী? কারণ, ক্রমাগত যেভাবে ব্যাট বদলাচ্ছে, উন্নততর হচ্ছে, তাতে বোলাররা ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছেন। এটাই ভাবিয়ে তুলেছে মাস্টার ব্লাস্টারকে।
শচীন বলেছেন, ‘প্রায় সবার ব্যাটই হাতে নিয়ে দেখেছি। গত আড়াই বছরে, ব্যাটে বদল এসেছে। অনেকটাই। আগের থেকে আকারে বড় হয়েছে ব্যাট। তাই এখন ব্যাটের মাঝখান দিয়ে না মারলেও, বল সীমানা পেরোচ্ছে!’ এর সঙ্গেই শচীন যোগ করেছেন, ‘মাঝে মাঝে বোলারদের জন্য খারাপ লাগে। দিন–দিন ব্যাটের উন্নতি করা হচ্ছে। কই বলের ক্ষেত্রে তো তেমন কোনও বদল ঘটছে না? বছরের পর বছর বল একই আছে। আমি তো বলব, এই দিকটা নিয়ে এবার ভাবা দরকার।’ Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment