আরও এক মর্মান্তিক ঘটনা। ফুটবল মাঠে আরও এক মৃত্যু! মৃত ফুটবলারের নাম মাইকেল ফাভরে। আর্জেন্টিনা আঞ্চলিক লিগে সান জর্জের হয়ে খেলতেন ২৪ বছরের ফাভরে। ডেফেনসোরের বিরুদ্ধে ম্যাচ চলছিল সান জর্জের। বল দখলের লড়াই চলাকালীন আচমকাই ঘটে যায় দুর্ঘটনাটি।
বিপক্ষের ফুটবলার কুইনতানোর সঙ্গে ছুটতে ছুটতে আচমকাই তাঁর হাঁটু গিয়ে লাগে ফাভরের মাথায়। দুই ফুটবলারই মাঠে পড়ে গিয়েছিলেন। তারপর ফাভরে উঠে দাঁড়িয়ে কুইনতানোর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। উষ্মা প্রকাশ করেন। কথা কাটাকাটিও হয়। সেই সময়ই বিপক্ষের আরও একজন ফুটবলার ধাক্কা মেরে ফাভরেকে মাঠে ফেলে দেন। হাত দিয়ে আঘাতও করেন মাথায়। দ্বিতীয়বার পড়ে যাওয়ার পর আর উঠে দাঁড়াননি ফাভরে। তাঁকে অচৈতন্য দেখেই মাঠের ধারে দাঁড়িয়ে থাকা মেডিক্যাল স্টাফেরা ছুটে আসেন। তড়িঘড়ি ফাভরেকে অ্যাম্বুলেন্সে করে সামনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা কোনও কিছু করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফাভরে। ঠিক কী কারণে ফাভরের মৃত্যু হয়েছে, তা এখন খতিয়ে দেখবে আদালত। ম্যাচের ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখা হবে, সেই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলা হবে জানা গেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শোকবার্তায় জানিয়েছে, ‘সান জর্জের ফুটবলার ফাভরের মৃত্যুতে আমরা শোকাহত। ফাভরের পরিবার, ওর ক্লাবের প্রতিটি সদস্যকে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে ওঁদের পাশেই আছি আমরা।’ Labels
Labels
Monday, May 23, 2016
মাঠেই শেষ ফাভর | আজকাল
more posts about ফুটবল
ফেডারেশন কাপ ফাইনালের আগের দিনও চূড়ান্ত অব্যবস্থা | রতন চক্রবর্তী - আনন্দবাজার
মোহনবাগানের সঙ্গে ফেডারেশনও হারল গুয়াহাটিতে । রতন চক্রবর্তী - আনন্দবাজার
সবচেয়ে বড় পরীক্ষায় পাস করতে চাই: জিদান । আজকাল
ফেড কাপ জিতে বীরের সংবর্ধনা পেল মোহন বাগান | বর্তমান
ফেড কাপ জিতলে ডার্বিতে ব্যর্থতার কথা কেউ মনে রাখবে না : সঞ্জয় | বর্তমান
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment