কালীঘাট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে সিএবি’র সিনিয়র নক-আউট টুর্নামেন্ট জিতল মোহন বাগান। মঙ্গলবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনালে মনোজ তিওয়ারি সেঞ্চুরির উপর ভর করে কালীঘাট ক্লাব প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৫৯ রান তোলে।
নির্ধারিত সময়ের মধ্যে মোহন বাগান এক ওভার কম বল করায় বোনাস হিসাবে অতিরিক্ত ১০ রান যোগ হয় কালীঘাটের স্কোরে। সর্বসাকুল্যে স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ২৬৯ রান। মনোজ তিওয়ারি ১২০ বলে করেন ১৩৩ রান। জবাবে মোহন বাগান ৪৯ ওভারে ৫ উইকেটে ২৬৪ রান তোলে। নির্ধারিত সময়ের মধ্যে কালীঘাট ক্লাব এক ওভার কম বল করায় বোনাস হিসাবে ১০ রান যোগ হয় মোহন বাগানের স্কোরে। যার সুবাদে মোহন বাগানের সর্বমোট স্কোর দাঁড়ায় ২৭৪/৫। মোহন বাগানের বিবেক সিং ৮৯ রান করেন। অরিন্দম ঘোষ ও সবুজ-মেরুনের অধিনায়ক শুভময় দাস ৫১ রানে অপরাজিত থাকেন। তবে প্রচণ্ড গরমে এই ফাইনাল ম্যাচ করা নিয়ে প্রাক্তন ক্রিকেটাররা অসন্তুষ্ট। অতিরিক্ত গরমে কয়েকজন ক্রিকেটার অসুস্থ বোধ করেন।Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment