ক্রমশই এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আর দিন যত এগোচ্ছে, ততই স্নায়ুর চাপ বাড়ছে। তবে সেই চাপে কুঁকড়ে নেই রিয়েল, বুঝিয়ে দিলেন জিনেদিন জিদান। রিয়েল মাদ্রিদ কোচ সাফ জানিয়ে দিলেন, ফাইনালের লড়াইটা শুধু কঠিন নয়, ভয়ঙ্কর কঠিন! তা হলে কি ভয় পাচ্ছেন তিনি? রিয়েল কোচ সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
বলেছেন, ‘আমরা সবাই জানি, এই ম্যাচটা খুবই কঠিন। তবে শারীরিক ও মানসিক ভাবে আমার ফুটবলাররা তৈরি। কেউ যখন রিয়েলের মতো ক্লাবে খেলে, তখন সে জেতার জন্য সব সময় মরিয়া থাকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মানে, মরশুমের সবচেয়ে বড় পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা পাস করতে চাই।’ অ্যাটলেটিকো মাদ্রিদকে যে সমীহ করছেন, সে কথাও বুঝিয়ে দিয়েছেন জিদান। বলেছেন, ‘ওরা কঠিন দল। এই ধরনের ম্যাচে কী ঘটবে আগাম বলা যায় না। আমি তো বলব ৫০-৫০। ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটুকু বলতে পারি, আমরা সব কিছু উজাড় করে দেওয়ার লক্ষ্য নিয়ে নামব।’ Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment