নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি, ২৩ মে: এ এফ সি কাপের গ্রুপ লিগের তিনটি ম্যাচ করতে মোহন বাগানকে সব মিলিয়ে দিতে হয়েছিল দুই লাখ ৪০ হাজার টাকা। এই স্টেডিয়ামটি স্পোর্টস অথারিটি অফ অসমের। গ্রুপ লিগের তিনটি ম্যাচের সময় ছিল কংগ্রেসী সরকার। অসম ফুটবল সংস্থার সর্বময় কর্তা অক্রুর দত্ত এখানকার পরিচিত কংগ্রেসী নেতা। তিনি সুলভে মোহন বাগানকে তিনটি ম্যাচ করিয়ে দেন। কিন্তু পরিবর্তনের জামানায় অসম ক্রীড়া মন্ত্রকের অফিসাররা আর তাঁর কথা রাখেনি। এবার স্টেডিয়াম ভাড়া কড়ায় গণ্ডায় বুঝে নিল স্পোর্টস অথারিটি অফ অসম।
মাঠ ভাড়া, ড্রেসিংরুম ভাড়া, প্রেস কনফারেন্স ভাড়া। সোমবার ও মঙ্গলবারের ফ্লাড লাইট জ্বালানোর খরচ এই সবের জন্য মোহন বাগানকে দিতে হল তিন লাখ টাকা। মোহন বাগানের জেনারেল ম্যানেজার গোটা দিনই ছিলেন অসমের ক্রীড়া দপ্তরে। ভাড়া নিয়ে দরকষাকষি হয়। তিনি কলকাতায় কথা বলেন অর্থ সচিব- সহ সচিবের সঙ্গে। শেষ পর্যন্ত তিন লাখ টাকা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে অসম সরকারকে। এই অর্থ না দিলে স্টেডিয়াম চত্বরে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী নামার দিন ম্যাচ করার অনুমতি পাওয়া যেত না। সারাদিন টানাপোড়েনের পর রাতে তাই মোহন বাগানে পেইড স্টাফদের মুখে চওড়া হাসি।Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment