সুযোগ পেয়েই ঝলসে উঠলেন অশোক দিন্দা। প্রথম
ওভারের চতুর্থ বলেই ডেভিড ওয়ার্নারকে তুলে নিয়ে যে ধাক্কাটা দিয়েছিলেন,
সামলে ওঠা সম্ভব হল না সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে। বৃষ্টিবিঘ্নিত
ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে জয়ে ফিরল
রাইজিং পুনে সুপারজায়ান্টস। ক্যাপ্টেন ধোনির আস্থার মর্যাদা দিলেন দিন্দা।
আই পি এলের নিলামের সময় তাঁর দিকে ফিরেও তাকায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।
বাংলা থেকে একমাত্র সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। নিলামের পরে দিন্দাকে
দলে নিয়েছিল পুনে। আগের পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পাননি। জবাব দেওয়ার জন্য
যেন মুখিয়ে ছিলেন। বৃষ্টির জন্য বেশ দেরিতে খেলা শুরু হলেও ওভার সংখ্যা
কমেনি। ম্যাচের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে (০) তুলে নেন দিন্দা।
পঞ্চম ওভারে আদিত্য তারেকে (৮)। পরে ফেরান নমন ওঝাকে (১৮)। ৪ ওভারে ২৩
রানে ৩ উইকেট তুলে নিয়ে হায়দরাবাদের মেরুদণ্ড ভেঙে দেন। দিন্দার পাশাপাশি
মিচেল মার্শও (২/১৪) ভাল বোলিং করেন। ধ্বংসস্তূপের মধ্যে একা লড়াই করেন
শিখর ধাওয়ান (অপরাজিত ৫৬)। ৮ উইকেটে ১১৮ তোলে হায়দরাবাদ। ব্যাট করতে নেমে
প্রথম ওভারেই রাহানেকে (০) হারিয়ে বিপর্যয়ে পড়ে পুনে। ডু’প্লেসিস
(৩০) ও স্টিভ স্মিথ (অপরাজিত ৪৬) দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে
যাচ্ছিলেন। পুনে ১১ ওভারে ৩ উইকেটে ৯৪ রান তোলার পর আবার বৃষ্টি নামে।
তারপর আর খেলা শুরু হয়নি। ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে জিতে যায় পুনে।
ম্যাচের সেরা দিন্দা।
Labels
Labels
Tuesday, April 26, 2016
পুনেকে জয়ে ফেরালেন দিন্দা
more posts about ক্রিকেট
Labels:
আইপিএল,
ক্রিকেট,
পুণে সুপারজায়ান্টস,
সানরাইজার্স হায়দরাবাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment