বুন্দেশলিগা ঘরে তোলা শুধু সময়ের অপেক্ষা। লিগ শেষ হতে আর মাত্র ৩ ম্যাচ
বাকি। এই মুহূর্তে বরুশিয়া ডর্টমুন্ডের থেকে ৭ পয়েন্টে এগিয়ে। বড় কোনও অঘটন
না ঘটলে টানা চতুর্থবার বুন্দেশলিগা ঘরে তুলবে বায়ার্ন মিউনিখ। কিন্তু
বুন্দেশলিগার থেকেও এই মুহূর্তে বায়ার্নের চোখ চ্যাম্পিয়ন্স লিগের দিকে।
আজ
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে অ্যাটলেটিকো
মাদ্রিদের বিরুদ্ধে খেলতে নামছে বায়ার্ন মিউনিখ। ২০১৩–তে চ্যাম্পিয়ন হওয়ার
পর আর ফাইনালেই উঠতে পারেনি। তাই বুন্দেশলিগার থেকেও চ্যাম্পিয়ন্স লিগের
দিকে বেশি ফোকাস পেপ গুয়ার্দিওলার। বার্সিলোনাকে ইউরোপের সেরা ক্লাবের তকমা
এনে দিলেও বায়ার্নের নতুন চ্যালেঞ্জ নিয়ে এখনও ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের
আঙ্গিনায় সাফল্য এনে দিতে পারেননি। তাই বুন্দেশলিগা খেতাব নিশ্চিত করে
গুয়ার্দিওলাও তাকিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দিকে। চ্যাম্পিয়ন্স লিগের
সেমিফাইনালের কথা মাথায় রেখে অযথা শক্তিক্ষয়ের রাস্তায় হাঁটেননি বায়ার্ন
কোচ। বুন্দেশলিগায় রোটেশন পদ্ধতি অবলম্বন করে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য
শক্তি সঞ্চয় করে রেখেছেন। বেশ কয়েক দশক ধরে স্প্যানিশ ক্লাবগুলি ইউরোপে
দাদাগিরি দেখিয়ে আসছে। সেই কথা মাথায় রেখেই অ্যাটলেটিকোর বিরুদ্ধে
পরিকল্পনা করছেন গুয়ার্দিওলা। অ্যাওয়ে ম্যাচে নিশ্চিতভাবেই ঝুঁকির রাস্তায়
যাবেন না বায়ার্ন কোচ। দিয়েগো সিমিওনের দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন
বায়ার্ন অধিনায়ক। ফিলিপ লাম বলেছেন, ‘রক্ষণ থেকে আক্রমণভাগ, সব বিভাগেই
ব্যক্তিগত নৈপুণ্যে ভরা ফুটবলার রয়েছে, যেমন গোডিন থেকে শুরু করে
গ্রিয়েজম্যান। ওদের মতো অভিজ্ঞদের পাশাপাশি অনেক তরুণ ফুটবলার রয়েছে, যাদের
সমীহ করতেই হবে।’ মাদ্রিদের আবহাওয়া খুব বেশি সমস্যা করবে না বলে মনে
করছেন লাম।Labels
Labels
Tuesday, April 26, 2016
বাড়তি সমীহ করছে বায়ার্ন
more posts about ফুটবল
Labels:
অ্যাটলেটিকো মাদ্রিদ,
ফুটবল,
বায়ার্ন মিউনিখ,
বিশ্ব,
বুন্দেশলিগা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment