বাবা হয়েছেন ক্রিস গেইল। মেয়ের নামও রেখেছেন। সদ্য বাবা হওয়া গেইলকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি। কী লিখেছেন বিরাট? ‘অভিনন্দন গেইল আর নাতাশা। ছোট্ট ব্লাশের, বিরাট কাকু হতে পেরে গর্বিত।’ আই পি এলে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর একই সঙ্গে খেলছেন বিরাট আর গেইল। ক্যারিবিয়ান কিং-এর ব্যাটে রান নেই। তা নিয়ে অনেকেই অনেক কথা বলছিলেন। সেই সময় গেইলের পাশে দাঁড়িয়েছিলেন কোহলি। এবার গেইল বাবা হওয়ার পর, তাঁকে অভিনন্দন জানিয়ে, বিরাট বুঝিয়ে দিলেন, তাঁরা শুধু বন্ধু নন, খুব ভাল বন্ধু।
Labels
Labels
Saturday, April 23, 2016
বিরাট কাকু!
বাবা হয়েছেন ক্রিস গেইল। মেয়ের নামও রেখেছেন। সদ্য বাবা হওয়া গেইলকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি। কী লিখেছেন বিরাট? ‘অভিনন্দন গেইল আর নাতাশা। ছোট্ট ব্লাশের, বিরাট কাকু হতে পেরে গর্বিত।’ আই পি এলে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর একই সঙ্গে খেলছেন বিরাট আর গেইল। ক্যারিবিয়ান কিং-এর ব্যাটে রান নেই। তা নিয়ে অনেকেই অনেক কথা বলছিলেন। সেই সময় গেইলের পাশে দাঁড়িয়েছিলেন কোহলি। এবার গেইল বাবা হওয়ার পর, তাঁকে অভিনন্দন জানিয়ে, বিরাট বুঝিয়ে দিলেন, তাঁরা শুধু বন্ধু নন, খুব ভাল বন্ধু।
more posts about ক্রিকেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment