অবাক আশিস নেহরা। গত এক বছর ধরেই দিল্লির এই পেসার বল হাতে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন। জাতীয় দলের হয়ে তো বটেই, এমনকী আইপি এলের উঠোনেও। টি- টোয়েন্টি বিশ্বাকাপে টিম ইন্ডিয়ার হযে দূর্দান্ত পারফরমেন্স করার পর আপাতত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যস্ত আই পি এল খেলতে। এসবেরই মাঝে ৩৭ বর্ষীয় জোরে বোলার বলে দিলেন, জাতীয় নির্বাচকরা তাঁকে এতদিন ডাকেননি এটাই ওঁকে বেশ অবাক করেছে।
Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment