নেইমারকে যে পাওয়া যাবে না এটা আগেই জানা গিয়েছিল। পাশাপাশি, আরও অনেক তারকা না–ও খেলতে পারেন। তাই কোপা আমেরিকার জন্য রীতিমতো নতুন এবং তরুণ দলকেই বেছে নিলেন ব্রাজিল কোচ দুঙ্গা। শুক্রবার কোপার জন্য ব্রাজিলের ২৩ জনের চূড়ান্ত দল বেছে নিলেন। সেখানে স্থান একগাদা অনামী খেলোয়াড়ের।
বেশিরভাগই ব্রাজিলের ঘরোয়া লিগের ক্লাবে খেলে থাকেন। এছাড়াও অলিম্পিকে খেলবেন এমন সাত জনও রয়েছেন দলে। তরুণ দল নিয়েও আত্মবিশ্বাসী দুঙ্গা। বললেন, ‘আমার মনে হয় দলটা যথেষ্ট কম্পিটিটিভ। অলিম্পিকের আগে আমরা বুঝে নিতে পারব কতটা তৈরি আছি।’ ৪০ জনের প্রাথমিক দল থেকে যাঁরা বাদ পড়লেন, তঁাদের উদ্দেশে দুঙ্গার মন্তব্য, ‘আমাদের দলগঠন এখনও বন্ধ হয়ে যায়নি। এখনও সুযোগ রয়েছে। যাঁরা তালিকায় নেই তাঁরা ঠিক সময়ে আবার দলে ফিরে আসতে পারেন।’ ২৩ জনের দলে জায়গা পেয়েছেন স্যান্টোসের প্রতিভাবান গাবিগল বা অ্যাটলেটিকো মিনেইরোর ডগলাস স্যান্টোস। ‘আমাদের দলে অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন, যঁারা তরুণদের সাহায্য করবেন। যাঁরা যোগ্য তাঁরাই সুযোগ পেয়েছেন’, বলেছেন দুঙ্গা।Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment