এ তিনি কেমন তিনি! এঁকে চেনা দায়! তাঁর সম্পর্কে সাধারনের যা ধারনা, কই এবারের আই পি এলে তার কিছুই তো মিলছে না! আর মিলছে না বলেই, মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে উঠে পড়েছে প্রশ্নের পর প্রশ্ন। ব্যাটে রান নেই। এমনকী শেষ ম্যাচে ইডেনে গম্ভীরের নাইট বাহিনীর বিরুদ্ধে ২২ বলে ৮ রান করাটা আর যাই হোক, ধোনিচিত বলা যাবে না!
এরইমধ্যে, তাঁর দল ছিটকে গিয়েছে আই পি এলের খেতাব যুদ্ধ থেকে। পুনে শিবির স্বভাবতই মনমরা। তবে, দলের এই ব্যর্থতার জন্য অধিনায়ককে কাঠগড়ায় তুলতে নারাজ। রাইজিং পুনের সহকারী কোচ হৃষীকেশ কানিতকার স্পষ্টই বলে দিচ্ছেন,‘ধোনিকে এতকাল আমরা যেভাবে দেখে এসেছি, এই আই পি এলে সেই ছন্দে ও নেই এটা মনে রেখেও বলছি, ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়। সবসময় সবকিছু ঠিকঠাক চলে না। তবে, মনে হয় নিজের সহজাত ছন্দে ফেরাটা ধোনির কাছে এখন সময়ের অপেক্ষা। খুব তাড়াতাড়িই ও চেনা মেজাজে ফিরবে।’ Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment