ফেড কাপ এল কলকাতায়। আই জল এফ সি–কে উড়িয়ে দিয়ে কাপ জিতল সঞ্জয় সেন বাহিনী। গোল করলেন সোনি নর্দে, ধনচন্দ্র সিং ও জেজে ও বিক্রম। প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হলেও ৪৮ মিনিটে প্রথম গোলটি করেন নর্দে। ৫৮ মিনিটে কাতসুমির কর্নার কিক থেকে দ্বিতীয় পোস্টে দাঁড়িয়ে থাকা অরক্ষিত ধনচন্দ্র সিং বলে মাথা ছুঁইয়ে স্কোর লাইন বাড়ান।
তৃতীয় গোলটি করে যান জেজে। আইজল বক্সের বাঁদিক থেকে অনেকখানি দৌড়ে গ্লেন বল বাড়ান কয়েক হাত পিছনে। জেজের জোরালো শটে তৃতীয় গোল পায় মোহনবাগান। সঞ্জয়ের ছেলেদের অক্সিজেন ফুরোয়নি তখনও। আই জলের মাঝ মাঠের ফাঁক গলে সনি নর্দে ঢুকে পড়েন আই জল গোলে। জটলার মাঝে বল বাড়িয়ে দেন বিক্রমজিৎকে। পা ছুঁইয়ে কাজের কাজটি করে যান বিক্রম। শেষ গোলটি আসে জেজের পা থেকে। ম্যাচের প্রথম গোল করার পরেই জেজে ফেড কাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছিলেন। পরের গোলটির পরেও ফেড কাপের সেরা খোলায়াড়ের জায়গাটা পাকা করে নিলেন জেজে। কলকাতায় এল ১৪ তম ফেড কাপ। পাঁচ গোলে আট বছর পর কাপ আনল মোহনবাগান। Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment