মাদ্রিদ: রিয়েল শিবিরে দানা বাঁধছে চিন্তা। দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। কয়েকদিন পরেই মিলানের সান সিরোয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তার আগে প্র্যাকটিস ম্যাচে থাইয়ে চোট পেয়ে বসলেন রিয়েলের প্রাণভোমরা। তবে আশঙ্কার দোলাচলের মধ্যেই সমর্থকদের আশ্বস্ত করেছেন রিয়েল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
তাঁর আশা, ফাইনালের আগে সুস্থ হয়ে যাবেন রোনাল্ডো। জিদানের কথায়, ‘কোনও সমস্যা হবে না বলেই মনে করছি। চোট পেয়ে প্র্যাকটিস ম্যাচ থেকে ও উঠে গিয়েছিল সতর্কতার জন্যই। ফাইনালে খেলার জন্য ও তৈরি হয়ে যাবে।’ তবে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকেই গেলেন রিয়েল ডিফেন্ডার রাফায়েল ভারানে। ফ্রান্সের এই ফুটবলার ইউরো–তেও খেলতে পারবেন কিনা সন্দেহ।Labels
Labels
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment